অসমে নাগরিকপঞ্জী প্রকাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

GHOSH ARPAN

নাগরিকপঞ্জী। এই নাগরিকপঞ্জী নিয়ে দেশ তোলপাড়। কম জল ঘোলা হচ্ছে না এ রাজ্যেও। তবে এবার অসমের নাগরিকপঞ্জী প্রকাশের সময়সীমা বাড়াল দেশের সর্বোচ্চ আদালত। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ৩১ জুলাই থেকে পিছিয়ে ৩১ অগাস্ট নির্ধারিত করে দিল শীর্ষ আদালত। জাতীয় নাগরিকপঞ্জির কো-অর্ডিনেটরের আবেদনের ভিত্তিতেই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত। আগামী ৭ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়াদের মধ্যে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি নতুন করে খতিয়ে দেখার যে আর্জি করেছিল কেন্দ্র এবং অসম সরকার, সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।  


Find Out More:

Related Articles: