বিজেপিতে থাকার মাসুল দিলেন শিল্পী

frame বিজেপিতে থাকার মাসুল দিলেন শিল্পী

Biswas Riya

 বিগত ৪০ বছর ধরে তিনি ফুটপাতে বাঁশের কাঠামো দিয়ে তৈরি একটি স্টুডিয়োয় প্রতিমা তৈরি করছেন। মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা বিশাল পুলিশবাহিনী নিয়ে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন সেই স্টুডিয়ো। পুরসভার বক্তব্য, ওই কাঠামোটি বেআইনি। তাই তা ভেঙে দেওয়া হয়েছে। যদিও এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে ফেলা স্টুডিয়োর পাশেই ফুটপাত জুড়ে রয়েছে আরও কিছু বেআইনি নির্মাণ।কিন্তু সেদিকে নজর পড়েনি পুরসভার।

শিল্পীর দাবী

 তিনি মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন সহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়ের বাবা। অনির্বাণ দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর বক্তব্য ‘‘আমি এক জন শিল্পী। আমার কোনও রং নেই। ৪০ বছর ধরে এখানেই প্রতিমা তৈরি করেছি। কিন্তু কোনও নোটিস ছাড়াই অন্যায় ভাবে আচমকা আমার স্টুডিয়ো ভেঙে দেওয়া হল।’’ 

 

তাঁর অভিযোগ ‘‘আমার ছেলে সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তার বদলা নিতেই এই কাণ্ড ঘটালেন মেয়র।’’


Find Out More:

Related Articles:

Unable to Load More