প্রধানমন্ত্রীকে চিঠি, তরপরই খুনের হুমকি কৌশিক সেনকে

GHOSH ARPAN

অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পর অপর্ণা সেন বলেছিলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ হতেই পারে। সরকারের সঙ্গে মতপার্থক্য হওয়া মানেই সে দেশদ্রোহী নয়। প্রধানমন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে স্বাক্ষর করেছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনও। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর উপর নেমে এল খাঁড়ার ঘা। খুনের হুমকি পেলেন অভিনেতা। তাঁকে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কাছে এনিয়ে অভিযোগ জানিয়েছেন কৌশিক সেন। কৌশিকের কথায়, ‘‘আমি প্রথমে খুবই ঠান্ডা মাথায় ওই ব্যক্তির কথা শুনছিলাম। প্রয়োজন মতো জবাবও দিচ্ছিলাম। কিন্তু ওই ব্যক্তি একটা সময়ে আমাকে বলেন, মুসলমানরা যখন কিছু করে তখন তো আপনাদের প্রতিবাদ করতে দেখি না। হিন্দুদের কিছু হলে একেবারে মেরে ফেলে দেব আপনাকে। তৃণমূলের টাকা খাচ্ছেন আপনি। আপনার বউ-ছেলেকে এর পর তৃণমূল মেরে ফেলবে, বুঝবেন তখন।’’


Find Out More:

Related Articles: