দুর্নীতির অভিযোগ, এই প্রথম CBI তদন্তের মুখে বিচারপতি
নজিরবিহীন
ভাবে হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে CBI তদন্তের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দুর্নীতির
অভিযোগে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি
এসএন
শুক্লর বিরুদ্ধে তদন্তের আবেদন করেছিল CBI। তাতে সাড়া দিয়ে শুক্লর বিরুদ্ধে সিবিআই তদন্তে সবুজ সঙ্কেত
দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
এই প্রথম কর্মরত অবস্থায় CBI তদন্তের সামনে পড়তে চলেছেন কোনও বিচারপতি। এর আগে অবশ্য এমন উদাহরণ দেখেনি দেশ। বিচারপতি এসএন শুক্ল ইলাহাবাদ হাইকোর্টে কর্মরত। বিতর্কের সূত্রপাত, 2017 সালে লখনউয়ের GCRG ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামে একটি সংস্থার পক্ষে দেওয়া রায় নিয়ে। অভিযোগ ওঠে, বিচারপতি শুক্ল নিজেই তাঁর বেঞ্চের দেওয়া রায় বদলে দেন। উন্নত পরিকাঠামো না থাকায় ওই মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও, পরে সেই রায় অবশ্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়।
এই প্রথম কর্মরত অবস্থায় CBI তদন্তের সামনে পড়তে চলেছেন কোনও বিচারপতি। এর আগে অবশ্য এমন উদাহরণ দেখেনি দেশ। বিচারপতি এসএন শুক্ল ইলাহাবাদ হাইকোর্টে কর্মরত। বিতর্কের সূত্রপাত, 2017 সালে লখনউয়ের GCRG ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামে একটি সংস্থার পক্ষে দেওয়া রায় নিয়ে। অভিযোগ ওঠে, বিচারপতি শুক্ল নিজেই তাঁর বেঞ্চের দেওয়া রায় বদলে দেন। উন্নত পরিকাঠামো না থাকায় ওই মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও, পরে সেই রায় অবশ্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়।