নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

GHOSH ARPAN

গরমের হাসফাঁস থেকে কিছুটা মুক্তি মিললেও এখনও পর্যন্ত বর্ষা বলতে যা বোঝায় তা আসেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাই গরম কমলেও অস্বস্তি কিন্তু কাটছে না। এমনকী রয়েছে বৃষ্টির ঘাটতিও। চাষবাদের ক্ষেত্রেও বৃষ্টি প্রয়োজন হয়ে উঠেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর কিছুটা আশার বাণী শুনিয়েছে। নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এমনকী চলতি সপ্তাহেই ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। তার জেরে আগামী কয়েক দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিম্নচাপ দানা বাঁধলে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়়বে। অগস্টের ৪ তারিখ নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিম্নচাপ সক্রিয় হলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই জেলাগুলির মধ্যে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া।

 

এই খবরে কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবেন চাষিরা। কারণ, এই বৃষ্টির ফলে বৃষ্টির ঘাটতি কমবে কি না সেটা এখনই বলা না গেলেও চাষবাদের ক্ষেত্রে কিছুটা হলেও আশা পূরণ হতে পারে। অন্যদিকে, এদিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। শনিবার তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশেই থাকবে বলে জানা গিয়েছে।

Find Out More:

Related Articles: