সোশ্যল মিডিয়ায় আরও অ্যাক্টিভ হতে সাংসদের ট্রেনিং দিচ্ছে বিজেপি

frame সোশ্যল মিডিয়ায় আরও অ্যাক্টিভ হতে সাংসদের ট্রেনিং দিচ্ছে বিজেপি

GHOSH ARPAN

বিজেপি যে কোনও রাজনৈতিক দলের থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকাংশে এগিয়ে এ কথা সব দলেরই জানা। তবে তাঁরা এখানেই থামতে চান না, বরং আরও এগিয়ে নিয়ে যেতে চান। এবং আরও আরও অ্যাক্টিভ হতে চান। সেই কারণে নব নির্বাচিত সাংসদদেরও সোশ্যল মিডিয়ায় সড়গড় করতে ট্রেনিংয়ের ব্যবস্থা করল বিজেপি। গতকাল অর্থাত শনিবার থেকে এই উদ্দেশ্যেই ওয়ার্কশপ শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমনত্রী তথা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে দু’দিনব্যাপী 'অভ্যাস বর্গ' ওয়ার্কশপ চলবে দিল্লিতে। এই ট্রেনিংয়ে নমো অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে জনসংযোগ করা যায়, বাড়ানো যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং সেই সঙ্গে সংসদীয় কাজ কর্মের উপর টিপস দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শিক্ষকের ভূমিকায় থাকবেন দেশে বিজেপির আইটি-এর প্রধান অমিত মালভিয়া।

 

সংসদের লাইব্রেরি ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে এই ওয়ার্কশপে শুধুই সোশ্যাল মিডিয়া ও নমো অ্যাপ ব্যবহার নয়, আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করা হবে শনি ও রবিবার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। একাধিক সেশনের মাধ্যমে বিজেপির সাংসদদের ক্লাস নেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথম দিনের শিক্ষকের তালিকায় ছিলেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শনিবারের ওয়ার্কশপের একটি বড় অংশ জুড়়ে আলোচনার বিষয় ছিল সোশ্যাল মিডিয়ার ব্যবহার। শনিবারের লাস্ট শেষণের বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর শেষ দিন অর্থাত আজ বক্তার ভূমিকায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।


Find Out More:

Related Articles:

Unable to Load More