সুষমাকে স্মরণ বলিউডের
হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। লতা মঙ্গেশকর থেকে অনুপম খের, শাবানা আজমি থেকে অনুরাগ কাশ্যপ
সকলের টুইটারের দেওয়াল ভরে উঠেছে শোকবার্তায়।
অনুপম খের মঙ্গলবার রাতেই একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘সুষমার মতো একজন সৎ,আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব আর নেই।’অনুপমএই মুহূর্তে নিউ ইয়র্কে। ঘটনার আকস্মিকতায় এতটাই স্তম্ভিত যে কিছুটা হালকা হতেই তাঁর এই টুইটার লাইভ, এ কথাও জানান অনুপম।
কর্ণবীর বহরা লিখেছেন “তাঁর জন্যই কোনও ভারতীয়কে বিদেশে অসুবিধের মধ্যে পড়তে হয়নি।” পুরনো প্রসঙ্গ তুলে এনে কর্ণবীর আরও লেখেন, মস্কোতে গিয়ে তিনি একবার পাসপোর্ট সমস্যায় পড়েছিলেন।তখন সুষমা স্বরাজই তাঁর জন্য সাময়িক পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করেছিলেন।“তিনি না থাকলে রাশিয়ার জেলে কাটাতে হত আমায়,”
লতা মঙ্গেস্কর টুইট করেন ‘গান- কবিতার প্রতি অনুরক্ত, একজন আদর্শবান নেতার অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। খুব ভাল বন্ধু ছিলেন আমার। সারাজীবন তোমায় মনে রাখব।’
সঞ্জয় দত্ত লিখেছেন “ বরাবরই আমার কাছের মানুষ ছিলেন তিনি। সেই শুরুর দিন থেকেই পাশে পেয়েছি। দেশের বিরাট ক্ষতি হল।”
রাজনীতিগত বিভেদ থাকলেও সাবানা আজমি লেখেন ‘রাজনৈতিক বিভেদ থাকলেও সুষমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ছিল আমার। তাঁর নবরত্নের মধ্যে আমি ছিলাম একজন। ’
সুষমা স্বরাজ পেশায় আইনজীবী ছিলেন , একসময় সুপ্রিম কোর্টে তিনি প্রাকটিসও করেছেন। তারপর আসেন রাজনীতিতে।