কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পাকিস্তান

Biswas Riya

দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে পাকিস্তান।তাদের এই সিদ্ধান্তকে পুনরায় বিবেচনা করার জন্য বলেছে নয়াদিল্লী। সঙ্গে এও জানিয়েছে  বিশ্বের কাছে বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনওই সফল হবে না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।নয়াদিল্লী আরও জানিয়েছে কাশ্মীরে ৩৭০ ধারা উচ্ছেদ ভারতের আভ্যন্তরীণ বিষয়।সেখানে পাকিস্তানের এই সিদ্ধান্ত একতরফা।

৩৭০ ধারা রদের পর থেকেই পাকিস্তান একের পর এক প্রতিক্রিয়া দিয়ে চলছে। বুধবার ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের বৈঠকের পর ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইমরানের সরকার। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে কার্যত ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করে ইসলামবাদ।

নয়াদিল্লীর তরফ থেকে টুইট করে বলা হয়েছে ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের কিছু একতরফা সিদ্ধান্তের কথা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি। এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমনের কথাও বলা হয়েছে।’

পাকিস্তানকে সবকিছু পর্যালোচনা ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েও কড়া বার্তা দিয়ে  নয়াদিল্লী বলেছে  ‘এটা আশ্চর্যের নয় যে কাশ্মীরের সামগ্রিক উন্নতিতে ভারতের যে কোনও পদক্ষেপকেই পাকিস্তান নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখে। আর সেই ভাবাবেগকে কাজে লাগিয়েই নিয়ন্ত্রণরেখায় সন্ত্রাসে মদত দেওয়ার ঘটনাকে সাফাই দেওয়ার কাজে লাগায় পাকিস্তান। বিশ্বের কাছে ভারতের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে তুল ধরতে চেষ্টা করছে পাকিস্তান। তাদের এই প্রচেষ্টা সফল হবে না।’

 

 

 


Find Out More:

Related Articles: