৩৭০ রদ হওয়ার ফলে কাশ্মীরে কী হতে চলেছে ? অমিত শাহ বললেন...

GHOSH ARPAN

৩৭০ ধারা রদ ধারা রদ নিয়ে পাশিয়ার মতো দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এমনকী উন্নয়নের স্বার্থেই যে কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হচ্ছে তা রাজ্যসভা এবং লোকসভাতে দাঁড়িয়েই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই একই কথা আত্মবিশ্বাসের সুরে বললেন অমিত শাহ। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, উপত্যকায় এবার সন্ত্রাসবাদ শেষ হবে এবং কাশ্মীরে উন্নয়ন হবে। এই প্রথম সংসদের বাইর মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সদ্য চেন্নাইয়ে প্রকাশিত হয়েছে উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুকে নিয়ে লেখা একটি বই। সেই অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। স্বাভাবিক ভাবে সেখানে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গও উঠে আসে। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি নিশ্চিত ভাবেই বিশ্বাস করতাম সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ উঠে যাওয়া উচিত। কারণ, এই অনুচ্ছেদ বাতিলের পর এ বার উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ হবে এবং কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে।’’   

 

অন্যদিকে, কয়েকদিন আগেই দুরদর্শনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকার করেছেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতে সাধারণ মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর দাবি সাধারণ মানুষই তার মোকাবিলা করছেন। এবং পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে কাশ্মীরের বাইরে থাকা সাধারণ মানুষরা ইদে ঘরে ফিরতে পারবেন বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। কারণ কার্ফু চলাকালীন তা শিথিল করলে ফের বিক্ষোভ শুরু হতে পারে এবং সমস্যা হতে পারে। সে অবস্থার কথা মাথাই রেখেই প্রধানমন্ত্রী ইদে ঘরে ফেরার আশ্বাস দিয়েছিলেন। তার জন্য সরকার সবরকম ব্যবস্থা করবে বলে তিনি জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী এই কথা বর্তমানে জম্মু-কাশ্মীরে থাকা কতজন মানুষ শুনতে পেয়েছিল সেটাই বড় প্রশ্ন। কারণ, ইন্টারনেট, ফোন পরিষেবা, টিভি সবই বন্ধ ছিল। ডিস টিভি থাকলে তা দেখা যাবে। কিন্তু তা কতজনের কাছে পৌঁছবে সে প্রশ্ন রয়েই গেছে।


Find Out More:

Related Articles: