গিগা ফাইবার, ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড : নতুন চমক মুকেশ আম্বানির
মোবাইলে ভয়েস কল যে বিনা খরচে কার যাবে তা এদেশের মানুষ তিন
বছর আগেও কল্পনা করতে পারেনি। কারণ, দিনের পর দিন রিচার্জের ভ্যালু বেড়েই চলেছিল।
সেই যন্ত্রণা থেকে দেশবাসীকে তিন বছর আগে মুক্তি দিয়েছিলেন মুকেশ আম্বানি।
এনেছিলেন জিও পরিষেবা। বিনা শুল্কে ভয়েস কল। শুধুমাত্র ইন্টারনেট পরিষেবার জন্য
এখন পে করতে হয় গ্রাহকদের। যা অন্য মোবাইল পরিষেবাকারীদের কম্পিটাশনে ফেলতে বাধ্য
করে ছিল। এবার আরও বড় চমক। জিওর তিন বছরের বর্ষপূর্তি হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। ওই দিন চমকের কথা এদিন
রিলায়েন্সের ৪২ তম বার্ষিকসভায় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। জানালেন এবার ১০০
এমবিপিএস স্পিডে মিলবে ইন্টারনেট পরিষেবা। এবং
স্পিড হবে ১ জিবিপিএস পর্যন্ত। বিশ্বে যে শুল্কে
ইন্টারনেট পরিষেবা মেলে সেই শুল্কের এক দশমাংশ হারে শুল্ক দিলেই ভারতে মিলবে সেই
পরিষেবা। মাত্র ৭০০ টাকা দিলেই পাওয়া যাবে এই পরিষেবা। এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা
দিলে মিলবে ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট পরিষেবা। সেই সঙ্গে আজীবন দেশের যে কোনও প্রান্তে নি:শুল্কে
ভয়েস কল করা যাবে। আর মাত্র
অতিরিক্ত ৫০০ টাকা দিলে আমেরিকা এবং কানাডায় ভয়েস কল যত খুশি করা
যাবে অর্থাত আনলিমিটেড ভয়েস কল। না এখানেই শেষ নয়, রিলায়েন্সের সঙ্গে চুক্তি হবে
এমন কোনও সংস্থা সিনেমা বানালে সেই সিনেমা এখন যেমেন ফার্সট ডে ফার্স্ট শো লাইন
দিয়ে দাঁড়িয়ে দেখতে হয় ২০২০ সালে মাঝামাঝি থেকে সেটা ড্রয়িং রুমে বসেই ফার্স্ট ডে
ফার্স্ট শো দেখতে পাবেন জিওর এই পরিষেবা
ব্যবহারকারীরা।
অন্যদিকে, সৌদি আরবের তেল উত্তোলনকারী সংস্থা ‘সৌদি আরামকো’কে নিজেদের ‘অয়েল-টু-কেমিক্যালস’ (ওটিসি) পেট্রোপণ্য ব্যবসার ২০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে রিলায়্যান্স। ৭ হাজার ৫০০ কোটি ডলারের (৫৩ হাজার ৪২০ কোটি টাকা) চুক্তি হয়েছে তাদের মধ্যে। এর আওতায় প্রতিদিন রিলায়্যান্সের জামনগর শোধনাগারে রিলায়্যান্সকে পাঁচ লক্ষ ব্যারেল অশোধিত তেল পাঠাবে ‘সৌদি আরামকো’। গত সপ্তাহেই রিল্যায়ান্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছিল ব্রিটেনের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী সংস্থা বিপি। এ দিন আনুষ্ঠানিক ভাবে তার ঘোষণা করেন মুকেশ অম্বানী। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ফুয়েল রিটেইলিং নেটওয়ার্কের ৪৯ শতাংশ শেয়ার বিপি-কে বিক্রি করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সাত হাজার কোটি টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে।