‘বন কি বাত’-এ কী বললেন প্রধানমন্ত্রী ?

GHOSH ARPAN

মন কি বাত তো প্রতি রবিবার শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এবার গতকাল ‘বন কি বাত’ ও শোনালেন প্রধানমন্ত্রী। তামার ঘটিতে কয়লা ভরে স্কুল যাওয়ার জন্য পোশাক ইস্ত্রি করতেন। তারপর বাবাকে সাহায্য। এভাবেই ডিসকাভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে বেয়ার গ্রিলসের সঙ্গে কথোপকোথনে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর প্রকৃতি সংরক্ষণ থেকে শুরু কেন মানুষের কাছে এই জঙ্গল এত আতকর্ষণের সে কথাও জানিয়েছেন। সেই বেয়ার গ্রিলসের প্রশ্ন ছিল উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে তো হিংস্র পশুও আছে। বাঘও আছে। জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমরা প্রকৃতির সঙ্গে তালমিল রেখে চললে বন্য পশুও কিছু করবে না।’’ পাহাড়, প্রকৃতি, নদী, হ্রদ, যাঁরা উপভোগ করেন তাদের জন্য এটা এক ‘শানদার’ জায়গা। এভাবেই বেয়ার গ্রিসলসের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠান।

 

কপ্টার নামল। তারপর সিকিউরিটিতে মোড়া করিডরে গাড়ি ছুটিয়ে বেয়ার গ্রিলসের সামনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ি থেকেই নেমেই বললেন – ওয়েলকাম টু ইন্ডিয়া। শুরু হলো প্রধানমন্ত্রীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এরপর একটা সময়ে ভেলায় বসেছিলেন নরেন্দ্র মোদী। ব়্যাফট ঠেলে এগোলেন বেয়ার গ্রিলস। বললেন, দুটি নদীর সংযোগস্থলের জায়গাটা ভয় পাচ্ছি। মোদী নির্বিকার। বললেন, ভয় পাই না। ছোটবেলা কেটেছে এভাবেই। ভারতে প্রতিটি গাছকে ভগবান মনে করা হয়। প্রকৃতিকে ভালবেসে চলতে হয়। পরক্ষণেই মোদী নিয়ে গেলেন নিজেকে প্র্যটন বানিজ্যের দিকে। বললেন, যুব সমাজ যখনই এটা দেখবে, তখনই ভারতকে পর্যটন কেন্দ্র হিসাবে বেছে নেবে।


Find Out More:

Related Articles: