মোদী’র অ্যাডভেঞ্চার শো, দু’ভাগ সোশ্যল মিডিয়া
সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাত নটায়
ডিসকাভারি চ্যানেলে সম্প্রসারিত হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড –এর বিশেষ অনুষ্ঠান। এই
বিশেষ অনুষ্ঠানটি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। সঙ্গে ছিলেন ব্রিটিশ
অভিযাত্রী বিয়ার গ্রিলস। ১৮০ দেশের দর্শক সাক্ষী রইল বিশেষ অনুষ্ঠানটির। আর এই
অনুষ্ঠানটি নিয়েই ব্যঙ্গ- বিদ্রুপ থেকেও ঢালাও সমর্থন – এই দুই ভাগে বাগ হয়ে যায়
সোশ্যল মিডিয়া। বাঘ হোক বা কুমির আবার দুটি নদীর মাঝখানে যাওয়া সবসমই অকুতোভয়
থেকেছেন নরেন্দ্র মোদী। যা নিয়ে প্রশংসায় ভরে উঠেছে সোশ্যল মিডিয়া। আবার
অনুষ্ঠানটিতে আগাগোড়া নরেন্দ্র মোদী হিন্দিতে কথোপকোথন করেছেন। সেই নিয়ে ব্রিটিশ
অভিযাত্রী হিন্দি ভাষা কতটা বুঝেছেন সেই নিয়ে হাসি ঠাট্টা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, মন কি বাত তো প্রতি রবিবার শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এবার গতকাল ‘বন কি বাত’ ও শোনালেন প্রধানমন্ত্রী। তামার ঘটিতে কয়লা ভরে স্কুল যাওয়ার জন্য পোশাক ইস্ত্রি করতেন। তারপর বাবাকে সাহায্য। এভাবেই ডিসকাভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে বেয়ার গ্রিলসের সঙ্গে কথোপকোথনে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর প্রকৃতি সংরক্ষণ থেকে শুরু কেন মানুষের কাছে এই জঙ্গল এত আতকর্ষণের সে কথাও জানিয়েছেন। সেই বেয়ার গ্রিলসের প্রশ্ন ছিল উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে তো হিংস্র পশুও আছে। বাঘও আছে। জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমরা প্রকৃতির সঙ্গে তালমিল রেখে চললে বন্য পশুও কিছু করবে না।’’ পাহাড়, প্রকৃতি, নদী, হ্রদ, যাঁরা উপভোগ করেন তাদের জন্য এটা এক ‘শানদার’ জায়গা। এভাবেই বেয়ার গ্রিসলসের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠান।