‘কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আবার কি কথা’?-রাজনাথ

Biswas Riya

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রশ্ন তুললেন যে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আবার কিসের কথা?তিনি এও স্পষ্ট করে বলেন যে ‘‘পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হলে, এখন তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।’’ সুর আরও চড়িয়ে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের টুইট, ‘‘পাক-অধিকৃত কাশ্মীরের ভারতভুক্তিতে সর্বসম্মতি জানিয়েছে সংসদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবদ্দশায় যেন তা দেখে যেতে পারি।’’

রাজনাথ আরও জোরের সঙ্গে বলেছেন ‘‘পাকিস্তান নিজের মাটিতে ভারত-বিরোধী সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু আলোচনা হলে তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।’’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ‘পাক-অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব’ বলে মন্তব্যের পর থেকেই বিজেপি প্রচার করছে, এ বার নরেন্দ্র মোদী সরকার পাক-অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসবে। আজ বস্তুত রাজনাথের মুখেও সেই সুর শোনা গিয়েছে।

এত দিন আগ বাড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহার না-করাই ভারতের নীতি ছিল। রাজনাথ বলেন, ‘‘এত দিন এই নীতি মানা হলেও ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির উপরে নির্ভর করছে।’’

রাজনিতিকদের মতে মোদী সরকার কাশ্মীর প্রসঙ্গে দেশের মানুষের সামনে আরও কঠিন অবস্থান নিতে চাইছে।কিন্তু কংগ্রেসের অভিযোগ, সবটাই রাজনীতি। দলের নেতা অভিষেক মনুসিঙ্ঘভি বলেন, ‘‘প্রতিটি বৈঠকে, জনসভায় ওঁরা ৩৭০ নিয়ে কথা বলছেন। তাই মনে হচ্ছে, সবটাই ভোটের দিকে তাকিয়ে করা। যা করেছেন, তা তো হয়ে গিয়েছে। কিন্তু ক্রমাগত একে মহিমান্বিত করায় আসল উদ্দেশ্য খোলসা হচ্ছে।’’

রাজনাথ আরও বলেন ‘‘পাকিস্তান সবার দরজায় কড়া নেড়ে সাহায্য চাইছে। যদিও আমেরিকা ওদের নাকে ঝামা ঘষে বলেছে, ভারতের সঙ্গে আলোচনায় বসতে হবে।’’

 

 

 


Find Out More:

Related Articles: