পাতালের ভিতর দিয়ে দরজা খোলা অবস্থাতেই ছুটল মেট্রো, তারপর...
যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার
প্রশ্ন উঠেছে কলকাতা মেট্রোয়। এবার আরও একবার যাত্রী সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে
গেল। দরজা খোলা অবস্থাতেই মেট্রো ছুটল দমদম থেকে কবি সুভাষ।
বুধবার সকাল ১০.২৪ মিনিট। দমদম থেকে ভিড়ে ঠাসা একটি এসি মেট্রো ছাড়ল। কিন্তু দেখা গেল প্রথম দিক থেকে পাঁচ নম্বর কমপার্টমেন্টে একটি দরজা খোলা। সামনে দাঁড়িয়ে এক জন আরপিএপ ও দু’জন মেট্রোর স্টাফ। হতবার ওই কমপার্টমেন্টের সমস্ত যাত্রী। আতঙ্ক গ্রাস করেছে কয়েক জন যাত্রীর। না, কোনও সিনেমার শ্যুটিং নয়, কোনও হিরো নেই। এভাবেই বুধবার সকালে কলকাতা মেট্রোর একটি এসি রেক দৌড়েছে। যা যাত্রী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এক যাত্রী বলেন, রেকটি দমদমেই প্রায় পনেরো মিনিট দাঁড়িয়েছিল। দেরির কারণ বোঝা যায়নি। তারপর শুনি এই অবস্থা। আর এক যাত্রী আবার ওই কমপার্টমেন্টেরই যাত্রী ছিলেন। তিনি বলেন এরকম দৃশ্য দেখে প্রথম হকচকিয়ে যাই। ভয় পেয়েছিলাম খুব। কিছু একটা দুর্ঘটনা ঘটলে এক জন আরপিএফ স্টাফের সেটা রোখার মতো ক্ষমতা ছিল না। এ বিষয়ে মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘‘সকাল ১০টা ২৪ মিনিট নাগাদ দমদম মেট্রো স্টেশন থেকে ওই রেকটি ছাড়ে। সামনে থেকে পাঁচ নম্বর কোচের একটি দরজা বন্ধ হয়নি। অফিসের ব্যস্ত সময়ে পরবর্তী মেট্রোগুলি আটকে যাচ্ছিল। তাই, আমরা ওই দরজার সামনে এক জন আরপিএফ, এক জন চিফ লোকো পাইলট এবং এক জন কর্মীকে রেখেই মেট্রোটি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’’