নাম প্রকাশে অনিচ্ছুক এক সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দলের ক্ষমতাবান নেতার সাথে আমার রেল সফরের আলাপচারিতার কিছু উল্লেখযোগ্য বিশেষ অংশ আপনাদের জন্য ....
আমি : দাদা কালাধন নিয়ে আপনাদের দল এত এত প্রতিশ্রুতি দিলো, এখন আর সেই বিষয়ে কোনো কথা নেই,একেবারে স্পিকটি নট...কী ব্যাপার,মাথায় তো কিছু ঢুকছে না....
নেতা: আপনি ম্যাডাম এক্কেবারে....মানে ভীষন বোকা আছেন....আমাদের ছয়শো কোটির পার্টি অফিস দেখেছেন দিল্লিতে...দেখে আসুন, এক্কেবারে সেভেন স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে....রাম মন্দির না বানাতে পারার সব দুঃখ মুছে গেছে....
আমি: মানে ঠিক বুঝলাম না, বিদেশে সঞ্চিত ভারতীয়দের কালা ধন ফিরিয়ে নিয়ে আসার সাথে ছয়শো কোটির সেভেন স্টার পার্টি অফিসের কী সম্পর্ক...??
নেতা : কোনো সম্পর্ক নেই...হাঃ হাঃ হাঃ ....আমি কখন বললাম সম্পর্ক আছে?? আরে ম্যাডাম আর টি আই আইন লঘু করার সাথে যদি আপনি প্রধান সেবকের ডিগ্রী আর ইরানী ম্যাডামের বি এ বি কম এর সম্পর্ক খোঁজেন তাহলে সেটা কী আমার দোষ...হাঃ হাঃ হাঃ
আমি : এবার কিছুটা বুঝলাম। আচ্ছা দাদা কালা ধন সুইস ব্যাঙ্ক থেকে ফিরিয়ে আনা সম্ভব হলো না ঠিক আছে,কিন্ত দেশের অভ্যন্তরের একপয়সা কালা ধন পর্যন্ত উদ্ধার হলো না....সাধের ডি মানিটাইজেশনের পর প্রায় সব বন্দী নোটই ফিরে আসলো রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারে....ম্যাজিকটা কী...??
নেতা: ম্যাডাম জানেন ডি মানিটাইজেশনের পর 2017-18 সালে কর্পোরেট সংস্হাগুলি দেশের রাজনৈতিক দলগুলিকে যত টাকা চাদা দিয়েছেন তার বিরানব্বই শতাংশ জমা পড়েছে আমাদের পার্টিতে,একটু খোঁজ খবর রাখুন ম্যাডাম... ওদের সম্পূর্ণ আস্থা প্রথম থেকেই আমাদের ওপর ছিলো...
আমি: আবার আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে....দেশের কালো টাকা উদ্ধার করতে না পারার সাথে 92 শতাংশ কর্পোরেটদের চাঁদার কী সম্পর্ক...??
নেতা: আপনি তো আচ্ছা মানুষ আছেন ম্যাডাম, আমি কখন বললাম সম্পর্ক আছে...??হাঃ হাঃ হাঃ....এখন আপনি যদি রাফায়েল ডিলে একটা সাইকেলের বিয়ারিং বানানোর অভিজ্ঞতা না থাকা রিলায়েন্স ডিফেন্সের অফসেট বরাত পাওয়ার ঘটনার সাথে ডিফেন্স মিনিস্ট্রি থেকে রাফায়েলের ফাইলের নথি গায়েবের সম্পর্ক খোঁজেন সেটা কী আমার দোষ...??হাঃ হাঃ হাঃ....
আমি: বুঝলাম....মাথাটা আস্তে আস্তে খুলছে। দাদা, এবারের নির্বাচনের আগে শুনলাম নীরব মোদী, বিজয় মালিয়াদের দেশে ফিরিয়ে নিয়ে এসে ওদের লুঠের টাকা উদ্ধার করা হবে...কই এখন তো আর কিছু শুনতে পাই না....
নেতা : ম্যাডাম, একটা খবর শুনেছেন....আমাদের দল এবারের নির্বাচনে 27 হাজার কোটি টাকা খরচ করেছে....এই ভালোবাসার দান মানুষের সমর্থনকে সুনিশ্চিত করেছে....
আমি: এতো রকেট সাইন্স...নীরব মোদী,বিজয় মালিয়াদের ঘরে ফেরানোর সাথে 27 হাজার কোটির কী সম্পর্ক....??
নেতা: ম্যাডাম আপনি না বহুত বেকুব আছেন.....আমি কখন বললাম সম্পর্ক আছে..??হাঃ হাঃ হাঃ হাঃ.....এখন যদি আপনি বলেন বি এস এন এল রুগ্ন হওয়ার সাথে জিওর বিশাল লাভের সম্পর্ক আছে, যদি বলেন ও এন জিগির খারাপ অবস্হার সাথে রিলায়েন্স পেট্রোলের উত্থানের সম্পর্ক আছে, যদি ভাবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রুগ্নতার সাথে আদানীর হাতে দেশের পাঁচটি এয়ারপোর্ট তুলে দেওয়ার সম্পর্ক আছে তাহলে সেটা কী আমার দোষ...??? হাঃ হাঃ হাঃ হাঃ
আমি : না দাদা বুঝে গেছি, সব দোষ আমার....আপনি মহান ....আপনার দল মহান....আপনার দলের আদর্শ মহান...
নেতা: আসলে জানেন ম্যাডাম আমরাও সব বুঝি, কিন্তু অত ভেবে দেখলাম লাভ নেই....এদেশের মানুষকে পেটের ভাত জোগাড় করে দিলে, কাজ চাইবে, কাজ দিলে মাথার ওপর ছাদ চাইবে, ছাদ দিলে অন্য কিছু চাইবে....চাওয়ার শেষ নেই...!! তবে একটা জিনিস দিলে এরা সব ভুলে যায়, ধর্ম নিয়ে সুরসুরি আর পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা...তাই এখন ঐ পথেই চলছি আমরা....সাড়ে চারবছর আদানী আম্বানী তোষণ আর বাকী ছয়মাস ধর্ম আর পাকিস্তান....সহজ ফর্মুলা ...আগামী পঞ্চাশ বছর এই দেশে আর বিরোধী বলে কিছু থাকবে না ম্যাডাম এই ফর্মুলায়....
আমি: দাদা অনেক অনেক ধন্যবাদ এত সহজ করে জটিল বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য....জয় হিন্দ.....