ভারতের জন্য পুনরায় আকাশসীমা বন্ধের পথে পাকিস্তান

Biswas Riya

আন্তর্জাতিক মহলে বিশেষ সুবিধা করতে না পেরে এবার জম্মু- কাশ্মীর নিয়ে চাপ বাড়াতে ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার পরিকল্পনা করছে পাকিস্তান। তার সাথে আফগানিস্তানের সঙ্গেও বাণিজ্যিক সম্বন্ধ কিভাবে বন্ধ করা যায় সেই নিয়েও আলোচনা চলছে। মঙ্গলবার টুইট করে জানান পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন। তিনি বলেন বিশ্বওটি পর্যালোচনা করা হয়েছে, এবং মন্ত্রীসভায় তা নিয়ে আলোচনাও হয়েছে।

ফাওয়াদ হুসেন টুইট করেন ‘ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন ইমরান খান। পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে বাণিজ্য করে ভারত। সেই রাস্তা বন্ধ করে দেওয়া নিয়েও মন্ত্রিসভায় একদফা আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলি নিয়ে  কথাবার্তা চলছে। শুরুটা মোদী করেছেন। শেষ করব আমরা।’

বেশিরভাগ দেশ মুখ্য ফিরিয়ে নিলেও পাকিস্তান সমর্থন জোগাড়ের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  এমনকি এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে তারা।এর শেষ দেখে ছাড়বেন বলে ইমরান সরকার হুঁশিয়ারি দিয়েছেন। এখন আবার আকাশপথ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন।

গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার জবাবে ভারত যে হামলা করেছিল তার ফলে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তাতে অবশ্য তাদেরই ক্ষতি হয়েছিল। একটানা ১৪০ দিন আকাশসীমা বন্ধ রাখায় প্রায় ১০ কোটি ডলার লোকসান হয় তাদের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৮৫ কোটি টাকা।

 

 

 


Find Out More:

pak

Related Articles: