ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ .

Paramanik Akash
আধুনিক যাত্রাশিল্পীর জনক মতিলাল রায়ের গ্রাম পূর্বস্থলীর ভাতশালাতে 800 মিটার ঢালাই রাস্তা ও রামসীতা মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ. পুরান সংক্রান্ত বিভিন্ন পাঠ্যপুস্তকে ভাতশালার নাম রয়েছে. এবং একসময় সেইখানে বাস করত  রাজপুত সম্প্রদায়ের  মানুষেরা. তারাই পূজা করত রাম সীতার . কালক্রমে ধ্বংস হয়ে যায় রাম সীতার সেই মন্দির. তাই নতুন করে রাম সীতার মন্দির তৈরীর পরিকল্পনা ছিল দীর্ঘদিনের এমনই জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ. বেশ কিছুদিন ধরে জমিসংক্রান্ত নানান অসুবিধা থাকার কারণে রামসীতা মন্দির এতদিন গড়ে ওঠেনি. জমি সংক্রান্ত সমস্যা মিটতেই ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ . দুর্নীতি মুক্ত করার জন্য যুব -শক্তি  কে এগীয়ে আসতেই হবে । শুধু দুর্নীতি দেখে সোশ্যাল মীডীয়ায় ট্রল করলে বা  গালী -গালাজ কড়লে চোল্বে না । কারণ এদেশ আমাদের । আমাদের দেশ । এখানে যেমন শূণ্ডোড় টা ঊপোভোগ করবে । তেমনি জঞ্জাল সরানোর কাজ টার জন্য এগীয়ে আসতে হবে । কারণ বয়স্ক দের দৌড় ঝাপ করে কাজ করার ক্ষমতা টা অনেকটাই ম্লান হয়ে আসে । কিন্তু অনেক সময় দেখা যায় ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে তারা ভালো পারে । তাই সবাই কে সাথে নিয়ে , দেশের কাজে ঝাপীয়ে পরতে হবে । তাহলে দেশ এগোবে । যেমন আমাদের ঘর থেকেই , ঘরে বাবা  দাদু আমাদের গুরুজন দের কাছ থেকে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিতে হয় । আজকে যে সমস্ত ভারতবর্ষের জাতীয় দল বা আঞ্চলিক দল দেখছি প্রথম সারিতেই দেখি বয়স্ক মানুষ রা । 


Find Out More:

Related Articles: