পুজোয় নেতা-মন্ত্রীদের হোম টাস্ক দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো

GHOSH ARPAN

গত রবিবার লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষ্যে একটি স্টিকার উদ্বোধন করেন। সেই স্টিকারকেই জনসংযোগের হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি। এবার তৃণমূলও মাঠে নামছে। দুর্গাপুজোয় জনসংযোগ বাড়াতে দলের নেতা-মন্ত্রীদের হোম টস্ক দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জেলা সভাপতি ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই স্পষ্ট জানিয়ে দেন, পুজোয় কোথাও ঘোরাঘুরি নয়, বাইরে যাওয়া নয়। সবাইকে এলাকাতেই থাকতে হবে। এককথায় ঝাঁপিয়ে পড়তে হবে জনসংযোগে। এদিনের বৈঠকে ছিলেন  ছিলেন প্রশান্ত কিশোরও। যদিও তিনি কিছু তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে আলাদা করে পরামর্শ দেননি।

সম্প্রতি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, দুর্গাপুজো উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জনসম্পর্ক স্থাপন কর্মসূচি নেওয়া হয়েছে। মহালয়ার  দিন প্রভাতফেরির আয়োজন করা হবে। আর দশমীতে মণ্ডপে মণ্ডপে হবে সিঁদুর খেলা। কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন যোজনা নিয়েও প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। তিন তালাক বিল থেকে ৩৭০ সবই থাকবে বলে জানা গিয়েছে। যে স্টিকার বাড়ি বাড়ি দেওয়া হবে সেই স্টিকারের নাম দেওয়া হয়েছে -'দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী'।

পাশাপাশি হুগলীর মিড ডে মিল প্রসঙ্গেও মুখ খোলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মিড ডে মিলে ডিম দিতে পারছে না, আবার ভোট কন্ট্রোল করতে পুজোতে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন। পুজোতে ক্লাবগুলোকে টাকা দেওয়ার ঘটনাকে তীব্র কটাক্ষই করে তিনি বলেন, সব হিন্দু ভোট ফিরে পাওয়ার চেষ্টাতেই এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Find Out More:

Related Articles: