বৌবাজার বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কী সিদ্ধান্ত হলো ? দেখে নিন এক নজরে

GHOSH ARPAN

বৌবাজারে বাড়ি ভেঙে পড়ার ঘটনা নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন নগরপাল অনুজ শর্মা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ মেট্রোর আধিকারিক এবং দু্র্গা পিতুরি লেনের ৫ জনের প্রতিনিধি দল। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হলো দেখে নেওয়া যাক এক নজরে –

*  রেল সম্মত হয়েছে, চাওয়া হয়েছে বাড়ির বদলে বাড়ি। সমীক্ষা করে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে

* দোকানের বদলে দোকানও দেওয়া হবে 

* এখনও পর্যন্ত মোট ৫২টি পরিবারকে সরানো হয়েছে। বাড়ি হস্তান্তর না হওয়া পর্যন্ত ঘর হারাদের সমস্ত দায়িত্ব মেট্রো কর্তৃপক্ষের

* জেমস সিনেমার কাছে মেট্রোর বাড়িতে অস্থায়ী জায়গা দেওয়ার ব্যবস্থার ভাবনা চলছে

* সরকারি তরফে দরকারি নথি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে

* যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান তাঁদের ভাড়া মেটাবে মেট্রো

* কর্মহীনদের মাসহারার প্রস্তাব দেওয়া হয়েছে

* ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিতে ১ জন করে যাওয়ার অনুমতি দেওয়া হবে

* ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব

* পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব মেট্রোকে

* বাড়ির মূল্যবান জিনিস যাতে চুরি না হয়ে যায় তার জন্য সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দোষ-গুন বিচারের সময় এটা নয়। একসঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে হবে। গাইডলাইন মেনে কাজ করবে কোর কমিটি। এছাড়া আজকের বৈঠক নিয়ে সন্তুষ্ট পাঁচ জনের প্রতিনিধি দল। যে বাড়িটি ভেঙে পড়ে সেই বাড়ির মেয়ের চার মাস পরে বিয়ে হওয়ার কথা। এই অবস্থায় রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষ পাঁচ লাখ করে মোট দশ লাখ টাকা দেবে ওই পরিবারকে।



Find Out More:

Related Articles: