দেবশ্রী রায় প্রসঙ্গ : তৃণমূল সাংসদের নাম ফাঁস করলেন দিলীপ

GHOSH ARPAN

দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ নিয়ে কম জল্পনা হয়নি। বলা ভালো জল্পনা এখনও অব্যাহত। তবে সেই জল্পনা এক অন্য মাত্রা পেল বিজেপির রাজ্য দিলীপ ঘোষের একটি মন্তব্যে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দিলীপবাবু জানান, মহুয়া মৈত্র আমায় বলেছিলেন, দেবশ্রী রায় এখন তৃণমূলেও নেই বিজেপিতেও যেতে পারেননি। বিষয়টা একটু দেখুন। দেবশ্রী আমার বাড়িতে এসেছিলেন। কিন্তু আমি বাড়িতে ছিলাম না। পরে আমার সঙ্গে কথা হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে কে দিল্লি নিয়ে গিয়েছিল ? জানতে পারি একটি এনজিও দিল্লি নিয়ে গিয়েছিল। তখন বলি, আপনি আমাকে না জানিয়ে গিয়ে ঠিক করেননি।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দান নিয়ে জল্পনা চলছিল। গত ১৪ অগাস্ট যেদিন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন, সেদিন দিল্লিতে বিজেপি অফিসে দেবশ্রী রায়কে দেখে জল্পনার আগুনে ঘৃতাহুতি হয়। তারপর দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে অনেক জল্পনা চলছে। ঘটনা ঘটেই চলেছে। শোভন চট্টোপাধ্যায়ও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এবং দেবশ্রী একই দলে থাকবে না। দেবশ্রীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির তরফে তাঁদের মানভঞ্জনের চেষ্টা চলছে। কিন্তু দিল্লি থেকে কলকাতায় ফিরতেই প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগের অবস্থানেই আছেন শোভন-বৈশাখী।

এখন দেখার দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিতে পারেন কি না। রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে।


Find Out More:

Related Articles: