এন আর সি নিয়ে চরম প্রতিবাদ আমরা বাঙালির

Paramanik Akash
অসমে নাগরিকত্ব নির্ধারণে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে “আমরা বাঙালি” গভীর উদ্বেগ প্রকাশ করেছে l কারণ, অসমে ঊনিশ লক্ষ মানুষকে বিদেশী আখ্যা দেওয়া হয়েছে l প্রতিবাদে আজ শনিবার কলকাতায় অসম ভবনের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ পথসভা করেছে তারা। এর আগে অ্যাকাডেমি অব ফাইন আর্টস থেকে পদযাত্রা করে তারা অসম ভবনে পৌঁছন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, জাতীয় পঞ্জিকরণ বাঙালিদের হয়রানি করে মেরে দেবার একটি কেন্দ্রীয় সরকারি ষড়যন্ত্র l ঊনিশ লক্ষ বাঙালির ভবিষ্যত নিয়ে ছিনিমিনি চলেছে। আত্মহত্যা করেছে অনেকে। ইসরোর বাঙালি বিজ্ঞানীর নামও বাদ গিয়েছে। সাধারণ প্রাক্তন সরকারি চাকুরে বা স্বাধীনতা সংগ্রামীদের তো কোন মূল্য নেই।
অসমে এনআরসি’র নামে বাঙালি নির্যাতনের প্রতিবাদ জানান তারা l বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় , যুব নেতা কৌস্তভ সাহা , তপোময় বিশ্বাস l অনান্যদের মধ্যে ছিলেন বিকাশ বিশ্বাস , জয়ন্ত দাস , উজ্জ্বল ঘোষ, বাঙালী মহিলা সমাজের পক্ষে সাগরিকা পাল , গোপা শীল , বিজলী মন্ডলসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয় l অসম থেকে আগত বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশী বাঙালির গল্প সর্বৈব মিথ্যা l এদিন বিক্ষোভকারীরা অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল-এর কুশপুত্তলিকা দাহ করেন। প্রতিবাদ হোক চরমে ।


Find Out More:

Related Articles: