পাক আকাশসীমা পুনরায় বন্ধ ভারতের জন্য

Biswas Riya

কাশ্মীরে ৩৭০ ধারা রদের পড় থেকে এক মাসের বেশি সময় কেটে গেলেও পাকিস্তানের সঙ্গে মনমালিন্য যেন কিছুতেই মিটছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয়াদিল্লিকে সৌজন্য দেখাতেও রাজি নয় ইসলামাবাদ। সম্প্রতি আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। তা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে পাকিস্তান।

শনিবার, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ভারতের ব্যবহার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুলওয়ামা হামলার থেকেই তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান কূটনীতি। 

দুই দেশের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায় রামনাথ কোবিন্দের সফরে পাক আকাশসীমা ব্যবহারের জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কিন্তু, তাতে সাড়া দেয়নি ইমরান খান সরকার।তারা সম্পর্কের উন্নতিতে যে আগ্রহী নয় তা তাদের বিবৃতি থেকেই স্পষ্ট।

আগামী ৯ সেপ্টেম্বর নয় দিনের জন্য আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেই আলোচনায় উঠে আসতে পারে ভারতে পুলওয়ামার মতো সন্ত্রাসবাদী হামলার কথা। সেই বিষয়টিও ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 দুই দেশের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায় রামনাথ কোবিন্দের সফরে পাক আকাশসীমা ব্যবহারের জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কিন্তু, তাতে সাড়া দেয়নি ইমরান খান সরকার।তারা সম্পর্কের উন্নতিতে যে আগ্রহী নয় তা তাদের বিবৃতি থেকেই স্পষ্ট।

 


Find Out More:

Related Articles: