ইসরো-র প্রশংসা করেছে নাসা ও আমেরিকা
চাঁদের মাটিতে নামতে পারেনি বিক্রম । ২.১ কিমি দূর থেকেই বিচ্ছিন্ন হয়েছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ । তবে ভারতের একক উদ্যোগে চন্দ্র অভিযান বিশ্বের সব শক্তিধর দেশের প্রশংসা আদায় করে নিয়েছে । একই সঙ্গে প্রশংসা করেছে নাসাও ।ইসরো-র সঙ্গে যৌথ ভাবে সৌরজগৎ অন্বেষণের কাজ করতে চায় তারা।
রবিবার টুইটারে নাসা লিখেছে, ‘মহাকাশটা কঠিন জায়গা। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে ইসরো-র চন্দ্রযান-২ অভিযানকে প্রশংসা করতেই হবে। এই উদ্যোগকে অভিনন্দন জানাই। এই প্রেরণাদায়ক অভিযানের পর ভবিষ্যতে একসঙ্গে সৌরজগতের অন্বেষণ করতে আমরা উদ্বুদ্ধ।’
আমেরিকা জানিয়েছে, চন্দ্রযান-২ অভিযান ভারতের একটি বিরাট পদক্ষেপ। যা ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতিতে রসদ জোগাবে। এ দিন সে দেশের দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যনির্বাহী সরকারী সচিব অ্যালিস জি ওয়েসল টুইটারে লিখেছেন, ‘চন্দ্রযান-২-এর অনন্য প্রচেষ্টার জন্য ইসরো-কে অভিনন্দন জানাচ্ছি। ভারতের পক্ষে একটি বিরাট পদক্ষেপ এই অভিযান। আগামী দিনেও বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে তা মূল্যবান তথ্য জোগাবে।’ ওই মার্কিন কূটনীতিক আরও লিখেছেন, ‘আমাদের কোনও সন্দেহই নেই যে মহাকাশ অভিযানে ভারত তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে।’ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর চিফ, কে শিভন জানিয়েছেন। আমরা চন্দ্র পৃষ্ঠে ভিক্রামাল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছি এবং অরবিটার ল্যান্ডারের একটি তাপীয় চিত্রকে ক্লিক করেছে। তবে এখনও কোনও যোগাযোগ হয়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। শিগগিরই এটি জানানো হবে। Chandrayaan2