উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা চিন্ময়ানন্দ সব তথ্য প্রমাণ লোপাট করেছেন ।

Paramanik Akash
 উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন গৃহমন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে তারই এক কলেজ ছাত্রীকে এক বছর ধরে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত চলছে । গতকালই সাত ঘন্টা ধরে তাঁকে জেরা করা হয়। তাঁর আইনজীবীকেও ৫ ঘন্টা ধরে জেরা করা হয় । 
 তাঁর বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন নির্যাতিতা । তিনি বলেছেন , চিন্ময়ানন্দ সব তথ্য প্রমাণ লোপাট করেছেন ।  শুক্রবার শাহজাহানপুরে ‘মুমুক্ষু’ আশ্রম ও সেখানে স্বামী চিন্ময়ানন্দের আবাস ‘দিব্য ধাম’-এ তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিলেন অভিযোগকারিণী ওই কলেজ ছাত্রীও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই তরুণী বলেন, ‘‘আশ্রমের রং ও অন্যান্য জিনিসপত্র বদলে ফেলা হয়েছে। এখন তা সম্পূর্ণ নতুন দেখাচ্ছে। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণই লোপাট করা হয়েছে। শুধুমাত্র ম্যাসাজের সময়ে ব্যবহৃত দু’টি তেলের বাটি ছাড়া।’’
তরুণীর অভিযোগ, স্নানের ভিডিয়ো দেখিয়ে মহিলাদের ব্ল্যাকমেল করতেন স্বামী চিন্ময়ানন্দ। অবশ্য আশ্রমে তাঁর শোয়ার ঘরে এমন কোনও ভিডিয়ো মেলেনি। ওই তরুণীর দাবি, সে সব প্রমাণ হরিদ্বারের আশ্রমে সরিয়ে ফেলা হয়েছে।
আশ্রম থেকে চিন্ময়ানন্দের ব্যবহৃত সাবান, তোয়ালে–সহ একাধিক জিনিস সংগ্রহ করা হচ্ছে। সেগুলির ফরেন্সিক পরীক্ষা করা হবে। ‘ভিডিয়ো প্রমাণ’ স্বরূপ দ্বিতীয় একটি পেন ড্রাইভ তদন্তকারীদের হাতে এসেছে। চিন্ময়ানন্দের আইনজীবী জানিয়েছেন, তাঁরা তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তরুণীর অভিযোগ নিয়ে বৃহস্পতিবারই ম্যারাথন জেরার মুখে পড়েন স্বামী চিন্ময়ানন্দ। শাহজাহানপুর পুলিশ লাইনে তাঁকে সন্ধে ৬টা ২০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত জেরা করা হয়।


Find Out More:

Related Articles: