রাজ্যে গনধোলাই আইন পাস হওয়ার পরেও কোনোও মতে কমছে না, গনধোলাই-এর প্রবনতা। ফের এক ব্যাক্তিকে গনধোলাই দিল দূর্গাপুর এলাকার বাসিন্দারা।
সামনেই দুর্গাপূজা আর তার আগেই ছেলেধরা আতঙ্কে আতঙ্কিত শিল্পাঞ্চল দুর্গাপুর।প্রায় প্রতিটি জায়গার মানুষের মধ্যে ছেলেধরা নিয়ে গুজব চলছে।আসানসোল দুর্গাপুর পুলিশ সবসময় প্রচার চালাচ্ছে অযথা গুজবে কান দেবেন না,প্রায় জায়গায় ব্যানারের মাধম্যে জনতাকে সচেতন করা হচ্ছে।তবুও সাধারণ মানুষের মনে এক সন্দেহ সৃষ্টি হয়েছে।ফের সোমবার ছেলেধরা সন্দেহে এক যুবককে আটক করলো সাগড়ভাঙ্গার গ্রামবাসীরা।
গ্রামবাসীদের বক্তব্য তারা সোমবার সকালে বিস্কুটের প্যাকেট নিয়ে কয়েকজন অচেনা ব্যাক্তি ও যুবককে এলাকার মধ্যে ঘুরতে দেখে।তাদের চালচলন দেখে এলাকার মানুষের মধ্যে সন্দেহ হয়।পরে এলাকার মানুষ তাদের ধরতে গেলে দৌড়াতে থাকে,তাদের মধ্যে একজনকে ধরে ফেলে এলাকার মানুষ।তারপরই চলে সেই গণধোলাই।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ।পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে সন্দেহভাজন যুবককে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।পুজোর আগে কি কোনো বড়ো ধরণের সন্ত্রাসের সৃষ্টি হতে চলেছে নাকি আসানসোল দুর্গাপুর পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এবারে সাধারন মানুষের পক্ষে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছেনা । কারন একাকী কোথাও একটু ঘোরা ঘুরি করলেই আগে গিয়ে মারধোর চালু । এই কদিন আগে দু জন ফেরি বালা দের ছেলে ধরা সন্দেহে পিটুনি চালু করে দিয়েছিল । তারা আধার কার্ড বা অন্যান্য প্রমান পত্র দেখিয়েও কোন লাভ হয় নি । তার উপর তার থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নিয়েছিল ।