এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও)গত অর্থবর্ষে (২০১৮-’১৯) তার উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

Paramanik Akash
বহুদিন পর কেন্দ্র সরকার একটা ভাল খবর দিল কর্মচারীদের জন্য । এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও)গত অর্থবর্ষে (২০১৮-’১৯) তার উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইপিএফও-র আওতায় থাকা ছয় কোটিরও বেশি কর্মচারী এই হারে সুদ পাবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
এখন জরুরি প্রয়োজনে পিএফ-এর টাকা তোলার সময় সুদ দেওয়া হয় ৮.৫৫ শতাংশ হারে। সুদের এই হার নির্ধারিত হয়েছিল ২০১৭-’১৮ অর্থবর্ষের জন্য।
দিল্লিতে এ দিন একটি অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘উৎসবের মরসুম শুরুর আগে আপনাদের একটা খবর দিই। ইপিএফও-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে তাঁদের মোট জমার উপর গত অর্থবর্ষে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাবেন।’’ ২০১৮ সালে প্রতিটি বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরী করার পর ফের বেসলাইন সার্ভে শুরু হয়। সেই সার্ভে রিপোর্টে দেখা গেছে, জেলায় প্রায় ৬৭ হাজার পরিবারের কোনো শৌচাগার নেই। এই শৌচাগার নির্মাণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য বিজ্ঞানসম্মত ভাবে বর্জ্য পদার্থ ব্যবহার করা, পানীয় জল ব্যবহার করা সহ এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে মানব বন্ধন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। 
আর এরপরেই রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই ৬৭ হাজার পরিবারকে শৌচাগার তৈরী করে দেবার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। 
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২০১৮ সালে প্রতিটি বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরী করার পর ফের বেসলাইন সার্ভে শুরু হয়।


Find Out More:

epf

Related Articles: