গরিব, দুস্থদের খাওয়ানোর আয়োজন করে মহা সমারোহে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির জন্মদিবস।

Paramanik Akash
গোটা দেশ তথা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় মঙ্গলবার মহা সমারোহে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির জন্মদিবস। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে গরিব, দুস্থদের খাওয়ানোর আয়োজন করে জেলা বিজেপির সদর যুব মোর্চা।
উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ এস এস আহালুবালিয়া, জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার নেতা শ্যামল রায় সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
শ্যামল রায় জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এখন সেবা সপ্তাহ চলছে।এরই মাঝে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে সামনে রেখে এদিন প্রায় 700 মানুষকে অন্নকূট ভোগ খাওয়ানো হয়েছে। উল্লেখ্য, এদিন জনগণের প্রতি দলের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে সাংসদ উপস্থিত সকল নেতৃবৃন্দকে নিয়ে বিশেষ শপথ বাক্য পাঠ করান। অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষের সমাগম হয় স্টেশন এলাকায়। আগাম সিদ্ধান্ত মত আজ জন্মদিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটেই থাকলেন । সকালে তিনি গুজরাট চলে যান । সেখানে গিয়ে কেবাড়িয়াতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ঘিরে পর্যটন সম্ভাবনা থেকে শুরু করে সেচ, পানীয় জল, বিদ্যুতের মতো প্রকল্পগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই কর্মসূচির বাইরেও সময় কাটালেন মায়ের সঙ্গে। একসঙ্গে বসে সারলেন মধ্যাহ্নভোজ। পেলেন মায়ের আশীর্বাদ। একই সঙ্গে তাঁর আহ্বান, ‘‘গোটা দেশেই আমাদের জল, জঙ্গল ও জমি প্লাস্টিক থেকে মুক্ত রাখতে হবে। এর জন্য প্রতিটি নাগরিকের শপথ নেওয়া উচিত।’’  অনুষ্ঠানের পর আমদাবাদে ফিরে মা হীরা বেনের সঙ্গে দেখা করে আশির্বাদ নেন প্রধানমন্ত্রী।


Find Out More:

Related Articles: