‘হাউডি মোদী’ : প্রধানমন্ত্রীর জন্য কী মেনু হচ্ছে জানেন ?

frame ‘হাউডি মোদী’ : প্রধানমন্ত্রীর জন্য কী মেনু হচ্ছে জানেন ?

GHOSH ARPAN

‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বিকেলেই মার্কিন মুলুকে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিমানবন্দরে নেমেই মন জয় করেছেন মার্কিন মুলুকের। তবে বিদেশে গেলেও দেশীয় খাবারের অভাব বুঝতে দিতে চাইছেন না শেফ কিরণ ভার্মা। খবরে প্রকাশ, হিউস্টনে যে হোটেলে থাকবেন প্রদানমন্ত্রী সেই হোটেলে একেবারে দেশীয় খাবারে বন্দোবস্ত করেছেন শেফ। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী নামাঙ্কিত দু’ধরনের ‘নমো থালি’ তৈরি করা হয়েছে৷ একটি ‘নমো থালি মিঠাই’, অন্যটি ‘নমো থালি সেওরি’৷ মেনুতে থাকছে গুজরাটের ছোঁয়া এবং হরেক রকমের চাটনি৷ শেফ জনিয়েছেন, শ্রিখণ্ড, রসমালাই, গাজরের হালুয়া ও বাদাম হালুয়া রয়েছে ‘নমো থালি মিঠাই’তে। আর খিচুড়ি, কচুরি ও মেথি থেপলা রাখা হয়েছে ‘নমো থালি সেওরি’তে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের জন্য রয়েছে, ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখ্যযোগ্য পদের সমাহার৷  

অন্যদিকে, শনিবার ‘হাউডি মোদি’ মেগা ইভেন্টে যোগ দিতে মার্কিন মুলুকে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিউস্টন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার-সহ একাধিক শীষ মার্কিন ও ভারতীয় অধিকারিকরা। বিমান থেকে নামতেই তাঁকে স্বাগত জানাতে হতে ফুলের তোড়া দেওয়া হয়। কিন্তু সেই তোড়া থেকে কয়েকটি ফুল পড়ে যায়। সেই পড়ে যাওয়া ফুলগুলি কার্পেট থেকে নিজের হাতে কুড়িয়ে নেন নমো। পুরো ঘটনা ক্যামেরাবন্দি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নরেন্দ্র মোদীর প্রশংসায় নেটিজেনরা। তিনি যে এখনও ‘আম আদমি’ তা ফের প্রমাণ করলেন।



Find Out More:

Related Articles:

Unable to Load More