একের পর এক অফারের আক্রমণে অন্যান্য টেলিকম অপারেটররা পিছিয়ে পড়ছে। তবে এবার জিও কে টেক্কা দিতে আসরে বিএসএনএল।

Paramanik Akash
দেশের বর্তমান টেলিকম জগতের শীর্ষে রিলায়েন্স জিও। একের পর এক অফারের আক্রমণে অন্যান্য টেলিকম অপারেটররা পিছিয়ে পড়ছে। তবে এবার জিও কে টেক্কা দিতে আসরে বিএসএনএল।
সম্প্রতি 899 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। সীমিত সময়ের জন্য এই প্ল্যানে 100 টাকা ছাড় দিচ্ছে BSNL। 23 সেপ্টেম্বরের আগে মাত্র 799 টাকা প্রিপেড রিচার্জে একই সুবিধা পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
899 টাকা প্ল্যানের দাম কমিয়ে 799 টাকা করেছে BSNL। অর্থাৎ 100 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে মুম্বাই ও দিল্লি সার্কেলের নম্বর ছাড়া দেশের সব লোকাল ও ন্যাশানাল নম্বরে বিনামূল্যে আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা, দিনে 50 টা এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। দৈনিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।
এর পাশাপাশি  96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL। 96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 10GB 4G ডেটা ব্যবহার করতে পারবেন। 96 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28  দিন। অন্যদিকে 236 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ 96 টাকা প্রিপেড প্ল্যানে মোট 280GB আর 236 টাকা প্রিপেড প্ল্যানে মোট 840GB ডেটা ব্যবহার করা যাবে।


Find Out More:

Related Articles: