পৃথিবীর যে কোনও দেশের হিন্দুদের ভারতে স্থান দেওয়া হবে: কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

Paramanik Akash
অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ নাগরিক। এনআরসির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বলেন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি, শুধু অসমেই নয়, গোটা দেশে এনআরসি করা হবে । এবার এনআরসি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীও।
শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় এক কর্মসূচীতে  বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী বললেন, চুক্তি অনুযায়ী পৃথিবীর কোনও দেশ থেকে হিন্দু এলে তাঁরা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবে না। তাদের ভারতে স্থান দেওয়া হবে।
রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর মন্তব্য অনুযায়ী, অসমের এনআরসি তালিকা থেকে হিন্দুরা তাহলে বাদ পড়ছে কেন? এই প্রশ্নই উঠে এসেছে। 
দেবশ্রী চৌধুরী আরও বলেন, প্রয়োজনে এনআরসি গোটা দেশেই চালু হবে। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, বহু অবৈধ অনুপ্রবেশকারী দেশের ভেতরে থেকে দেশকে টুকরো করছে। তা বন্ধ করতে এনআরসি চালু করা প্রয়োজন। এত বেশি সংখ্যায় হিন্দুদের নাম বাদ পড়াকে ভালো চোখে দেখছেন না আরএসএস প্রধান। তিনি এই মর্মে বিজেপিকে বিঁধতেও ছাড়েননি। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যে তালিকা থেকে তাদের বহিষ্কারের অর্থ এই নয় যে, তারা দেশ থেকে বহিষ্কার হবে। রবিবার কলকাতায় সঙ্ঘ ও বিজেপির রুদ্ধদ্বার বৈঠক হয়। চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হওয়ায় আসাম থেকে হিন্দু বাঙালির নাম বাদ পড়া নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। সেখানেই সঙ্ঘপ্রধান উষ্মা প্রকাশ করেন। তিনি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও শীঘ্র উদ্যোগ নিতে বলেন বিজেপি উদ্দেশ্যে।


Find Out More:

Related Articles: