কলকাতা হাইকোর্টে রায় মোতাবেক আগামী কাল শুক্রবার আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন । উল্লেখ্য , গত ১ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য উচ্চ-প্রাথমিকে নিয়োগ নিয়ে নির্দেশ দিয়েছিলেন, সাতদিনের মধ্যে প্রত্যেক প্রার্থীর লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং অ্যাকাডেমিক বিষয়ে প্রাপ্ত নম্বর আলাদা আলাদা করে দিয়ে মেধাতালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তালিকা প্রকাশ করেই নিয়োগ করা যাবে না। ২১ দিন সময় দিতে হবে। সেই তালিকা দেখে কোনও প্রার্থীর আপত্তি থাকলে, সেটা তিনি যাতে এসএসসিতে লিখিতভাবে জানানোর সুযোগ পান, সেইজন্যই সময় দিতে হবে।
এ বিষয়ে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশে এবারই প্রথম বিভিন্ন বিভাগে কোনও প্রার্থীর প্রাপ্ত নম্বর উল্লেখ করে মেধাতালিকা প্রকাশিত হবে।
জানা গিয়েছে, ৪ অক্টোবর, শুক্রবার মেধাতালিকা প্রকাশ করার পরে ২৫ অক্টোবর পর্যন্ত তা দেখে অভিযোগ জানানোর ব্যবস্থা রেখেছে কমিশন। অভিযোগ জানানোর জন্য পুজোর ছুটি এবং শনিবার- রবিবার ছুটির দিনেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দফতরে ।
এতদিন স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় শুধুমাত্র সফল প্রার্থীদের নাম ও তার প্রাপ্ত নম্বর থাকত । এই প্রাপ্ত নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ,ইন্টারভিউ নম্বর এবং অ্যাকাডেমি স্কোর যোগ করে তা প্রাপ্ত নম্বর হিসাবে দেওয়া হত । এনিয়ে অভিযোগ ওঠে । কলকাতা হাইকোর্টে মামলা হয় , ফলে এই নিয়ম তুলে দিয়ে নতুন করে আলাদা আলাদা নম্বর দিয়ে তার যোগ ফল প্রকাশ করে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন ।