দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত । আজ মঙ্গলবার দশেরা উপলক্ষে নাগপুরে অনুষ্ঠিত আরএসএস-র এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন ,ভারতীয় সংস্কৃতিতে গণপিটুনির স্থান নেই। পাশ্চাত্য সংস্কৃতির এই রোগ ভারতীয় সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে। যতই ভিন্ন মত থাক, যতই উস্কানি আসুক, সবার উচিত গণতন্ত্রের সীমার মধ্যে থাকা, বলেন সরসঙ্ঘ চালক।
এ বছর জুন মাসে জয় শ্রীরাম না বলায় গণপিটুনিতে খুন হয়েছিলেন ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি। ওই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। নাগপুরে প্রতি বছরই দশেরা উৎসবের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানে আরএসএস প্রধান এই প্রসঙ্গে বলেন, শুনি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে মারধর করছে। এটা এমন নয় যে শুধু এক ধর্মের মানুষই আক্রমণ করছেন বা আক্রান্ত হচ্ছেন। উল্টোটাও ঘটছে। অনেক ক্ষেত্রে এমনও নজির রয়েছে, যা রটেছে, পরে দেখা গিয়েছে ঘটনা অন্য রকম।’’ ভাগবতের মতে, ‘‘আসলে দুই সম্প্রদায়ের মধ্যে আগুন জ্বালাতে কিছু স্বার্থান্বেষী শক্তিই একটি ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে।’’
বিদেশি সংস্কৃতির প্রসঙ্গ টেনে আরএসএস প্রধান বলেন, ‘‘সামাজিক কিছু ঘটনাকে ‘গণপিটুনি’ নাম দেওয়া আসলে আমাদের দেশ এবং হিন্দু সমাজের দুর্নাম করা এবং একটি সম্প্রদায় বা ধর্মের মানুষের মনে ভীতির সঞ্চার করা। গণপিটুনি ভারতের কাছে ভিনগ্রহের বস্তু (এলিয়েন)।’’ একই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘গণপিটুনি পাশ্চাত্যের ভাবনা। ভারতীয় ঐতিহ্যে এই শব্দ নেই। এর উৎস অন্য একটি ধর্মীয় গ্রন্থ। এই শব্দ ভারতের উপর চাপিয়ে দেবেন না।’’