৭৪০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার র‌্যানব্যাক্সির কর্ণধার

Paramanik Akash
প্রতারণার অভিযোগে  দিল্লি পুলিশ গ্রেফতার করল ওষুধ প্রস্তুতকারক সংস্থা র‌্যানব্যাক্সির প্রাক্তন কর্ণধার শিবেন্দ্রমোহন সিংহ। ৭৪০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ওই মামলায় নাম রয়েছে শিবেন্দ্রমোহনের ভাই মলবেন্দ্র সিংহেরও। গত অগস্ট মাসেই তাঁদের বাড়ি ও অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি তার পরই এ দিন গ্রেফতার করা হয় শিবেন্দ্রকে। মলবেন্দ্রর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
অর্থনৈতিক সংস্থা ‘রেলিগেয়ার ফিনভেস্ট লিমিটেড’  শিবেন্দ্র সিংহ এবং মলবেন্দ্রর বিরুদ্ধে জালিয়াতি  এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। তার পর চলতি বছরের মে মাসে ওই দু’জনের বিরুদ্ধে ৭৪০ কোটি টাকার প্রতারণা, জালিয়াতি এবং আত্মসাতের মামলা দায়ের হয়। এ দিন রেলিগেয়ারের চেয়ারম্যান সুনীল গোধওয়ানি-সহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এর পর তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, শিবেন্দ্র এবং মলবেন্দ্রই ‘রেলিগেয়ার ফিনভেস্ট লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা। ওই সংস্থার আয়ের টাকায় বিভিন্ন জায়গায় ফর্টিস হাসপাতাল গড়ে তোলেন তাঁরা। রেলিগেয়ার থেকে ৭৪০ কোটি টাকা বার করে ঘুর পথে অন্যত্র পাচার করে দেন। কিন্তু দুই সংস্থার নিয়ন্ত্রণই হাতের বাইরে চলে গেলে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাধে। তা নিয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়।


Find Out More:

Related Articles: