বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মহম্মদ সেলিম। প্রয়াত জননেতা জ্যোতি বসুকে উদ্ধৃত করে গত ৫অক্টোবর করা একটি টুইটের জেরে মহম্মদ সেলিমের টুইটার হ্যান্ডেল শনিবার ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গেই সায়ন্তন বসু মহম্মদ সেলিমকে ‘আই এস আই এজেন্ট’ বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্য রবিবার ‘এই সময়’ এবং টাইমস্ অব ইন্ডিয়া’-তে প্রকাশিত হয়েছে। ওই দুটি কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধেও তিনি এধরণের ঘৃণ্য মন্তব্য প্রকাশের জন্য মামলা করবেন।
সায়ন্তন বসু মন্তব্য করেছেন, ‘আইএসআই এজেন্ট হিসেবে মহম্মদ সেলিমের পরিচিতি রয়েছে। ওঁর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে টুইটার কর্তৃপক্ষ সঠিক কাজ করেছেন।’
এই প্রেক্ষিতে রবিবার মহম্মদ সেলিম জানিয়েছেন, সোমবার কলকাতায় ফিরেই তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা দায়ের করবেন। তিনি এখন উত্তরবঙ্গে আছেন। মহম্মদ সেলিম জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁর টুইটার (@salimdotcomrade)-টি বন্ধ হয়ে যায়। তাঁর কথায়, ‘‘এর নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে। যখন জিয়াগঞ্জের ঘটনা নিয়ে ওরা মিথ্যা প্রচার করে ঘৃণা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ভিডিয়ো বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করছে, আমাদের রাজ্যের সরকারি সাইবার সেল কোনও ব্যবস্থা নিচ্ছে না। যাদবপুরের ঘটনার পর উদ্যোগ নিয়ে যারা বিজেপির হয়ে ট্রোল করে সে রকম হাজারের বেশি ফেক অ্যাকাউন্ট বন্ধ করানো হয়েছিল। এখন আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সেই জ্বালায় এটা করেছে। কিন্তু এ ভাবে আমার কণ্ঠস্বর বন্ধ করা যাবে না।’’