কাশ্মীরে চালু হল পোস্টপেড

Biswas Riya

দীর্ঘ আড়াই মাস পরে অবশেষ কাশ্মীরে চালু হল পোস্টপেড পরিসেবা।  সোমবার মোবাইল সংস্থাগুলিকে ওই পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কয়েক দিনের মধ্যে ইন্টারনেটও চালু হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক। অন্য দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, কাশ্মীরে এখন ১ হাজার মানুষ বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন পাথর ছোড়ায় অভিযুক্ত।

রাজ্যপালের বক্তব্য, ‘‘তরুণ-তরুণীরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছিল না। এখন আর অসুবিধে নেই।’’ আজ দুপুর বারোটা নাগাদ উপত্যকায় চালু হয়েছে পোস্টপেড পরিষেবা।যদিও পোস্টপেড চালু হলেও এখনও বন্ধ প্রিপেড মোবাইল ও ইন্টারনেট।

তবে এতে সমস্যা বিশেষ মিটবে না বলেই দাবি অধিকাংশ শ্রীনগরবাসীরই। কারণ, কাশ্মীরের  বেশির ভাগ মানুষেরই প্রিপেড ফোন। সরকারি তথ্য অনুযায়ী, ৮০ লক্ষ মোবাইল সংযোগ রয়েছে উপত্যকায়। তার মাত্র ১৬ লক্ষ পোস্টপেড। বাকি ৬৪ লক্ষ প্রিপেড। শ্রীনগরবাসীদের দাবি, উপত্যকায় উচ্চবিত্ত বা প্রভাবশালীরাই সাধারণত পোস্টপেড মোবাইল ব্যবহার করেন। ফলে আম জনতার সমস্যা মিটল না। ইন্টারনেট চালু না হলে সমস্যা মিটবে না। শ্রীনগর মহিলা কলেজের ছাত্রী সীমিনা জহাঙ্গীরের কথায়, ‘‘এটা চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয়। মানুষের সমস্যা এক ফোঁটাও কমল না।’’ পোস্টপেড মোবাইল গ্রাহকেরাও স্বস্তিতে নেই। প্রায় দু’মাস পরিষেবা বন্ধ থাকলেও তাঁদের যথারীতি বিল মেটাতে হবে। বিল বকেয়া থাকায় অনেকের ফোনে ‘আউটগোয়িং’ কল বন্ধ রয়েছে।

অমিত শাহের বক্তব্য  ‘‘কাশ্মীরে এখন ১ হাজার মানুষ বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৮০০ জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ রয়েছে।’’ অমিতের দাবি, বিশেষ মর্যাদা লোপের পরে যাতে কাশ্মীরবাসীকে উস্কানি দিয়ে গোলমাল পাকানো না হয়, সে জন্যই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছিল। তাঁর দাবি, ফারুক আবদুল্লার বিরুদ্ধে জন সুরক্ষা আইনে অভিযোগ আনার আগে তাঁকে গৃহবন্দি করা হয়নি। এ দিনও জঙ্গি কার্যকলাপের খবর মিলেছে উপত্যকায়। পুলিশের দাবি, শোপিয়ানের শিরমল গ্রামে শরিফ খান নামে এক ট্রাকচালককে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এক আপেল বাগান মালিককে মারধরও করেছে তারা। ফল পরিবহণ বাড়ায় জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে বলে দাবি পুলিশের।

 

 

 


Find Out More:

Related Articles: