শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে এমন রেশন কার্ড দেবে রাজ্য , ৫ নভেম্বর থেকে নয়া ফরমে আবেদন করা যাবে

Paramanik Akash
খাদ্য-সামগ্রী নয় , যারা শুধু মাত্র পরিচয় পত্রের জন্য রেশন কার্ড ব্যবহার করতে চাইছেন তাদের জন্য নতুন বিশেষ রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । আগামী ৫ নভেম্বর থেকে এই বিশেষ রেশন কার্ডের জন্য ফরম জমা দেওয়া যাবে ।
এদিকে, রেশন কার্ড তৈরি এবং নেশন কার্ডে ভুল সংশোধনের জন্য আর সময়সীমা বাড়ানো হয়েছে । ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংশোধনীর কাজ চলবে । অন্যদিকে ইতিমধ্যে বিশেষ রেশন কার্ড তৈরি করার জন্যে ১০ নম্বর ফর্ম ছেড়েছে খাদ্য দফতর। সমস্ত সরকারি দফতর থেকে এই ফর্ম ছাড়া হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। শুধু তাই নয়, তা পূরণ করে স্থানীয় রেশন অফিসে জমা দেওয়া যাবে। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খোদ নবান্ন থেকে ১০ নম্বর ফর্ম ছাড়ার অনুমোদন দেওয়া হয়। এরপরেই তা সমস্ত সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়। জানা গিয়েছে, বিশেষ রেশন কার্ড দিয়ে কোনও খাদ্য সামগ্রী পাওয়া যাবে না।পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য রেশন কার্ডের চাহিদা আছে। সেই কারণেই এই বিশেষ কার্ডটি আনা হচ্ছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে এব্যাপারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব নেওয়া হয়েছিল। বিশেষ রেশন কার্ড প্রাপকদের কিছু ছাড় দেওয়া নিয়ে কয়েকটি শপিং মল সংস্থার সঙ্গে আলোচনা চলছে খাদ্য দফতরের।


Find Out More:

Related Articles: