কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী কাল উপত্যকায় যাচ্ছেন ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিরা ; ‘আশা করি তাঁরা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ‘ সরকারকে পাল্টা তোপ ইলতিজার

frame কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী কাল উপত্যকায় যাচ্ছেন ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিরা ; ‘আশা করি তাঁরা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ‘ সরকারকে পাল্টা তোপ ইলতিজার

Paramanik Akash
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার পর তিন মাস কেটে গেছে । তারপর এখনও কাশ্মীরের জনজীবন স্বাভাবিক হয়নি বলে অভিযোগ । সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য মঙ্গলবার উপত্যকায় যাচ্ছেন ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।
ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে ২৮ জনের ওই প্রতিনিধি দলটি। সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার পর মঙ্গলবার কাশ্মীরে যাবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে উপত্যকায়। আপাতত ল্যান্ডলাইন ও পোস্টপেড টেলি যোগাযোগ সচল হলেও, এখনও উপত্যকার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।  প্রতিনিধি দলটির কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা টুইটে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীর ইস্যু নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোভাল।
যদিও, উপত্যকায় দমন-পীড়নের অভিযোগ নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন এক দল বিদ্বজ্জনও। অন্যদিকে, কেন্দ্র সরকার মিথ্যা বলছে বলে আগেই অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। স্থানীয় সংবাদ মাধ্যমকে ‘সত্যি কথা’ না লিখতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।
এ নিয়ে এ দিন মা মেহবুবা মুফতির টুইটার হ্যান্ডল থেকে ফের বোমা ফাটান ইলতিজা। লেখেন, ‘আশা করা যায়, তাঁরা (ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল) সাধারণ মানুষ, স্থানীয় সংবাদমাধ্যম, চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। গোটা দুনিয়া ও কাশ্মীরের মধ্যে থাকা লোহার পর্দা উঠে যাওয়া প্রয়োজন। জম্মু-কাশ্মীরকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য কৈফিয়ত দিতে হবে সরকারকে।’


Find Out More:

Related Articles:

Unable to Load More