কলকাতা চলচ্চিত্র উৎসবে শ্যুটিং স্পট নিয়ে ‘হেরিটেজ টুর’

GHOSH ARPAN

বলিউডের একাধিক ছবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হাত ধরে কলকাতা তথা বাংলাকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস রাজ্য সরকারের। উৎসবের দিনগুলিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পরিচালক-প্রযোজকদের নিয়ে শহর কলকাতায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহ্যশালী ভবন বা এলাকাগুলিতে ‘হেরিটেজ টুর’ করানোর পরিকল্পনা নিয়েছে উৎসবের কর্মকর্তারা। ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, রাইটার্স বিল্ডিং থেকে প্রিন্সেপ ঘাট। মোদ্দা কথা বাংলার কৃষ্টিকে তুলে ধরার পাশাপাশি কলকাতাকে শুটিং স্পট হিসাবে তুলে ধরা হবে আন্তর্জাতিক দুনিয়ার কাছে। চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে একথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। উৎসবের মুখ্য উপদেষ্টা অরূপবাবু বলেন, “বাংলায় প্রচুর শুটিং স্পট, আন্তর্জাতিক মানের স্টুডিও, অভিজ্ঞ টেকনিশিয়ান এবং শুটিং করার পরিকাঠামো রয়েছে। উৎসবের প্রাক্কালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের সামনে তুলে ধরা হবে।”

 

ইতিমধ্যেই বরফি’র হাত ধরে বলিউডি গ্ল্যামারে মাখামাখি হয়ে বিশ্বের দরবারে পৌঁছে ছিল শৈলসুন্দরী দার্জিলিং। প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ছবির কয়েকটি দৃশ্যে কলকাতার মনোরম পরিবেশ দেখতে পেয়েছিলেন সিনেমাপ্রেমীরা।

 

৮ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ১৫ তারিখ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান। এবারে উৎসবে ফোকাস কান্ট্রি জার্মানি। চলচ্চিত্র উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত তো থাকবেনই, সেই সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল।

 


Find Out More:

Related Articles: