নিজেকে জরিমানা করতে শুনেছেন কখনও?

Biswas Riya

এমন কখনও শুনেছেন যে কেও নিজেই নিজেকে জরিমানা করেছে? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। ‌সরকারের উচ্চপদস্থ অফিসার।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদের জেলাশাসক অজয়শঙ্কর পাণ্ডে নিজেকে-সহ অফিসের ১৩০ জন কর্মীকে জরিমানা করেছেন ১০ হাজার টাকা।

মঙ্গলবার কালেক্টরেট বিল্ডিংয়ে নিজের অফিসে এসে গাজিয়াবাদের জেলাশাসক দেখেন, অফিসের ট্যাঙ্ক ছাপিয়ে জল পড়ছে। জলের এই অপচয় দেখে তিনি অফিসের সকলকে সতর্ক করেন। কড়া ভাষায় সকলকে জানিয়ে দেন, এই ভাবে জলের অপচয় মেনে নেওয়া যাবে না। ভবিষ্যতের জন্য জলসংরক্ষণ করা কতটা জরুরি, তা-ও মনে করিয়ে দেন সকলকে। শিক্ষা দিতে জরিমানাও করেন। এই ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেলাশাসকের ব্যক্তিগত সহকারী গৌরব সিংহ।

মঙ্গলবার কালেক্টরেট বিল্ডিংয়ে নিজের অফিসে এসে গাজিয়াবাদের জেলাশাসক দেখেন, অফিসের ট্যাঙ্ক ছাপিয়ে জল পড়ছে। জলের এই অপচয় দেখে তিনি অফিসের সকলকে সতর্ক করেন। কড়া ভাষায় সকলকে জানিয়ে দেন, এই ভাবে জলের অপচয় মেনে নেওয়া যাবে না। ভবিষ্যতের জন্য জলসংরক্ষণ করা কতটা জরুরি, তা-ও মনে করিয়ে দেন সকলকে। শিক্ষা দিতে জরিমানাও করেন। এই ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেলাশাসকের ব্যক্তিগত সহকারী গৌরব সিংহ।

জানা গিয়েছে, ১৩০ জন কর্মীর মধ্যে অফিসের ৩০ জন সিনিয়র অফিসার প্রত্যেেকে ১০০ টাকা করে দিয়েছেন। আর বাকি ১০০ জন কর্মীকে দিতে হয়েছে ৭০ টাকা করে। তাঁদের দেওয়া এই জরিমানার অঙ্ক ট্রেজারিতে জমা করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসকের ব্যক্তিগত সহকারী। 


Find Out More:

dm

Related Articles: