একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গঠন করার জন্য রাজ্যপালের ডাকা উচিত , প্রয়োজনে এক মাস পর আস্থা ভোট নেবে বিজেপি ইঙ্গিতপূর্ণ মন্তব্য সঞ্জয় রাউতের

Paramanik Akash
একক বৃহত্তম দল হিসাবে বিজেপির উচিত সরকার গঠন করা । যেহেতু বিজেপি একক বড় দল তাই তাকে সরকার গঠন করার জন্য রাজ্যপালের ডাকা উচিত বলে শিবসেনা নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেন । উল্লেখ্য ,আজ শুক্রবারই শেষ হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ । শনিবারের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে । 
শিবসেনা–বিজেপির সঙ্ঘাত এখনও মেটার কোনও লক্ষ্মণ কোনও পক্ষেই নেই। এই স্বল্প সময়ের মধ্যে সরকার গঠন না হলে তার দায় নিজেদের ঘাড় থেকে ঝেড়ে বিজেপির উপরেই চাপানোর কৌশল নিল শিবসেনা। এ দিন সঞ্জয় রাউত বলেন, ‘‘একক সংখ্যাগরিষ্ঠ দলকেই প্রথম সুযোগ দেওয়া উচিত (সরকার গঠনের) এবং সেটা বিজেপি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাঁদের শুধু ১৫ দিন নয়, এক মাস সময় দেওয়া উচিত।’’
কিন্তু শিবসেনার হাতে কি কোনও বিকল্প রয়েছে? এই প্রশ্নের উত্তরে রাউত বলেন, ‘‘রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য ডাকলে এবং মুখ্যমন্ত্রীর শপথ নিলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। যদি তারা সেটা করতে না পারে, তখন অন্যরা সরকার গঠন করতে পারে। সেনাও করতে পারে। কিন্তু বৃহত্তম দলকেই ডাকা সঠিক হবে।’’
৫০:৫০ ফর্মুলায় এখনও অনড় শিবসেনা। দলের নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রিত্ব ছাড়া অন্য কোনও কিছু নিয়ে আলোচনায় রাজি নন তাঁরা। এই প্রসঙ্গেই এ দিন শিবসেনা মুখপাত্র আরও বলেন, ২৪ অক্টোবর ফল ঘোষণার পর থেকেই আমরা আলোচনার জন্য অপেক্ষা করেছি। আগে থেকেই অর্ধেক ক্ষমতা ভাগের কথা হয়েছিল। হঠাৎ করে বিজেপি সেটা অস্বীকার করে বলল এই ধরনের কোনও কথাই হয়নি। যদি কোনও বিজেপি নেতা এবং তিনি যদি মুখ্যমন্ত্রী হন এই ধরনের কথা বলেন, তাহলে কী ভাবে আমরা সেটা মেনে নেব?’’


Find Out More:

Related Articles: