সরকার গড়তে পারল না বিজেপি ! মহারাষ্ট্রে হতে চলেছে শিবসেনার সরকার!

Paramanik Akash
পারল না বিজেপি । মহারাষ্ট্রে সরকার গড়ার আমন্ত্রণ পেয়ে তা প্রত্যাখান করল বিজেপি । কারণ রবিবার দলের বৈঠকে স্পষ্ট হয়ে যায় বিজেপি রাজ্যে এক ঘরে হয়ে পড়েছে । শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে আর এনসিপির শরদ পাওয়ারের যুগল বন্দী এবং কূট-কৌশলের কাছে শেষ পর্যন্ত হার মানল বিজেপি । সরে এল সরকার সিদ্ধান্ত থেকে । আসলে কংগ্রেস -এনসিপি ও শিবসেনা চেয়েছিল বিজেপি সরকার গঠন করুক তাকে বিধানসভাতেই হারিয়ে দিতে । সেই সুযোগ আর দিল না দেবেন্দ্র ফরেণবীশ ।
২০১৪-র পর এই প্রথম বিজেপি দল রাজ্যপালের আমন্ত্রণ সরকার গড়তে গেল না । এ থেকে স্পষ্ট রাম মন্দির মামলায় জিতে তারা জনতার দরবারে হেরে গেছে।
এদিকে বিশেষ সূত্রে জানা গেছে , মহারাষ্ট্রকে রাষ্ট্রপতি শাসন থেকে দূরে রাখতে আপতত কংগ্রেস এবং এনসিপি বাইরে থেকে শিবসেনাকে সমর্থন দেবে । সেক্ষেত্রে শিবসেনাকে এখনই এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে হবে বলে কংগ্রেস শর্ত দিয়েছে ।
মহারাষ্ট্রের পরিস্থিতির উপর নজর রাখছে কংগ্রেসও। দলের তরফে অশোক চহ্বাণ বলেন, ‘‘আমরা চাই না মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক।’’ স্থায়ী সরকার গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি। মহারাষ্ট্র কংগ্রেস তার দলীয় বিধায়কদের জয়পুরের একটি রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে। এ দিন দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁদের সঙ্গে বৈঠকের পর খাড়গে বলেন, ‘‘আমরা প্রথম দিন থেকেই একই অবস্থানে রয়েছি। সেই অবস্থান আমরা রক্ষাও করে চলেছি। আমরা বিরোধী দলের আসনে বসব এবং জনমতকে সম্মান জানাব।’’ এখনও পর্যন্ত শিবসেনার সঙ্গে জোটে যেতে নারাজ এনসিপিও।
মুখ্যমন্ত্রিত্বের দাবি নিয়ে শরিক শিবসেনার সঙ্গে টালবাহানা চলছিল বিজেপির। কিন্তু, রাজ্যপালের সরকার গড়ার আহ্বান পাওয়ার পর তৎপর হয়ে ওঠে গেরুয়া শিবির। কিন্তু, রবিবার, দেবেন্দ্র ফডণবীসের বাড়িতে বৈঠকের পরেও সমাধান সূত্র বেরোয়নি। আর সেই আক্ষেপ বেরিয়ে এসেছে বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিলের গলায়। ‘সেনা জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’ বলে তোপ দেগেছেন তিনি। শিবসেনা, কংগ্রেস ও এনসিপির হাত ধরে সরকার গড়লে উদ্ধব ঠাকরের দলকে আগাম ‘শুভেচ্ছা’ও জানিয়ে রেখেছেন চন্দ্রকান্ত। মরাঠাভূমে মুখ্যমন্ত্রিত্বের দখল নিতে মরিয়া শিবসেনাও। তাই তারা ৫০-৫০ ফরমুলার দাবি থেকে সরছে না।
ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার চেষ্টা করার অভিযোগ তুলে দিয়েছে শিবসেনা। সঞ্জয় রাউত অভিযোগ করেন, ‘‘আমরা বিশ্বাস করি বিজেপি বিধায়ক কেনাবেচার চেষ্টা করবে। কিন্তু, তারা কংগ্রেস বিধায়কদের কখনই কিনতে পারবে না।’’
কংগ্রেস –এনসিপি সাংবাদিকদের যাই বলুক না কেন গোপনে শিবসেনার সঙ্গে তারা যে যোগাযোগ রেখেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । কংগ্রেস চাইছে , শিবসেনার মুখ্যমন্ত্রী হোক , মন্ত্রীসভাতে এনসিপিকেও নেওয়া হোক । আজ রাজ্যপাল শিবসেনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর এটা দেখার তারা সরকার গড়েন কিনা। কারণ মারাঠা ভূমিতে শিবসেনার রাজ কায়েম হবে এটা ছিল বাল ঠাকরের স্বপ্ন সেই স্বপ্ন কতটা সার্থক হবে তা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে । তবে যাইহোক মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন যে হবে না তা এখন থেকেই বলে দেওয়া যায় ।


Find Out More:

Related Articles: