মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য রাজ্যপাল এবার এনসিপিকে ডাকলেন ; তবে শিবসেনারই সরকারই হবে !

Paramanik Akash
সোমবারের মধ্যে শিবসেনাকে সরকার গড়তে বলেছিলেন রাজ্যপাল । সময় সীমা শেষ হওয়ার পর শিবসেনা আরও দুদিন সময় চেয়েছিল । রাজ্যপাল শিবসেনা আর সময় দিতে চায়নি । তাই এবার রাজ্যপাল মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য শরদ পাওয়ারের এনসিপিকে চিঠি দিলেন ।
কেন এমন পরিস্থিতি? রাজভবন সূত্রে খবর, শিবসেনাকে সরকার  গঠনের জন্য় ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনের চিঠি পেশ করতে না পারার কারণেই এনসিপি–কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।
শিবসেনা-এনসিপি জোটকে সরকার গঠনে বাইরে থেকে সমর্থনের কথা জানালেও শিবসেনাকে সমর্থনের চিঠি দেয়নি। তাই সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে দু’দিন সময় চায় শিবসেনা। কিন্তু সেই সময় দিতে রাজি হননি রাজ্যপাল। ২৪ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পরেই এনসিপি–কে সরকার গঠনের জন্য ডেকে পাঠিয়েছেন তিনি। 
শিবসেনা নেতা অজিত পওয়ার জানিয়েছেন, রাত সাড়ে আটটায় রাজ্যপাল তাঁদের ফোন করে দেখা করতে বলেন। অজিত পওয়ার ছাড়াও পরে রাজভবনে যান ছগন ভূজবল, জয়ন্ত পাতিল। রাজভবন থেকে বেরিয়ে জয়ন্ত পাতিল বলেন, ‘‘তৃতীয় বৃহত্তম দল হিসেবে আমাদের সরকার গঠনের জন্য ডেকেছিলেন রাজ্যপাল। আমরা সময় চেয়েছি। মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের সময় দিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে শরিক ও সহযোগী দলের সঙ্গে আমরা কথা বলব। ’’ 
শিবসেনা ও এনসিপি জোট সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস— সোমবার সন্ধ্যার দিকে এই ঘোষণা হতেই মনে হয়েছিল, ২ সপ্তাহেরও বেশি সময়ের সঙ্ঘাত, দড়ি টানাটানি, পরতে পরতে রঙ বদলানো মরাঠা ভূমিতে রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটতে চলেছে! কিন্তু সন্ধে গড়িয়ে রাত হতেই ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। ঘোষণা করা সত্ত্বেও শিবসেনাকে সমর্থনের চিঠি দেয়নি কংগ্রেস। চিঠি দেননি শরদ পওয়ারও। কংগ্রেসের তরফে দলের কার্যকরী কমিটির সদস্য মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, ‘‘আগামিকাল (মঙ্গলবার) আমরা ফের এনসিপির সঙ্গে কথা বলব।’’


Find Out More:

Related Articles: