মহারাষ্ট্রের মসনদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে , সহযোগী এনসিপি পাবে উপ-মুখ্যমন্ত্রী , কংগ্রেস স্বরাষ্ট্র ও স্পিকার পদ

Akash Paramanik

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা মাত্র । মনে করা হচ্ছে , শনিবারই রাজ্যপালের কাছে সরকার গড়ার জন্য সমর্থন পত্র পেশ করবে জোট । তবে তার আগে অভিন্ন ন্যুনতম কর্মসূচিও ঘোষণা করা হবে । রাজ্যের উন্নয়নে জোট সরকার কোন কোন দিক গুরুত্ব তাও দেখা হবে ।
তবে রাজ্যে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । আজ শুক্রবার শিবসেনার বিধায়ক দলের বৈঠকের পর সবাই উদ্ধবকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়েছেন । অন্যদিকে বৃহস্পতিবার রাতে হঠাৎ শরদ পাওয়ারে বাড়িতে উদ্ধব ঠাকরে যান এবং সেখানে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন । এই বৈঠকে ঠিক হয়েছে উদ্ধব ঠাকরে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন । উপ-মুখ্যমন্ত্রী হবেন এনসিপি-র অজিত পাওয়ার , স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কংগ্রেসের , অর্থমন্ত্রী কংগ্রেসের এবং স্পিকার পদটি কংগ্রেস পাবে বলে সিদ্ধান্ত হয়েছে ।
শুক্রবার রাতেই স্পষ্ট হয়ে যাবে শনিবার রাজ্যপালের কাছে এই জোট সরকার গড়ার দাবি জানানোর বিষয়টি । সব মিলিয়ে বাল ঠাকরের স্বপ্ন সার্থক হল তাঁরই পুত্র উদ্ধব ঠাকরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন । তবে শরদ পাওয়ার যেভাবে মুখ্যমন্ত্রীর পদটি ৫ বছরের জন্য শিবসেনাকে দিয়েছেন তাতে এটা স্পষ্ট যে সরকার টিকিয়ে রাখতে কংগ্রেস-এনসিপি চেষ্টার কসুর করবে না ।
মহারাষ্ট্রের মসনদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে , সহযোগী এনসিপি পাবে উপ-মুখ্যমন্ত্রী , কংগ্রেস স্বরাষ্ট্র ও স্পিকার পদ

Find Out More:

Related Articles: