'ভোটে যেমন পরিস্থিতি হবে তেমন দাওয়াই' কড়া ভাষায় বললেন দিলীপ ঘোষ

Akash Paramanik

রাত পেরোলেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র খড়গপুর, করিমপুর, কালিয়াগঞ্জ-এ উপনির্বাচন। আর এই তিন কেন্দ্রের মধ্যে একটি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র খড়গপুর।‌ একসময় ওই কেন্দ্রে থেকে তিনি বিধায়কের টিকিটে জিতে বিধায়ক হন। কিন্তু দিলীপ ঘোষ সাংসদ হওয়ার পর খড়গপুর কেন্দ্রটি ফাঁকা ছিল। এরপরে আগামীকাল সোমবার উপনির্বাচন ।আর তার প্রচারে আজ কড়া ভাষায় রাজ্যের শাসক দলকে বিঁধলেন।

এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎ দেওয়ার সময় দিলীপ ঘোষ কে প্রশ্ন করা হয়, ভোটে অশান্তি হলে কীভাবে মোকবিলা করবেন?সেই উত্তরে তিনি বলেন, 'নির্বাচনে সন্ত্রাস হলে তার প্রতিরোধ করা হবে। বিজেপির সেই শক্তি আছে। যেমন পরিস্থিতি হবে তেমন দাওয়াই হবে।' এখানেই অবশ্য তিনি থেমে থাকেননি। ভোটের আগের দিনই খড়গপুরে দাঁড়িয়ে নিজের নাম করেই তিনি বলেন, 'দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না, যারা অন‍্যায় করে, তারা আমাকে ভয় পায়।' অভিযোগ করেন তৃণমূল প্রশাসনকে হাতের পুতুলের মতো ব্যবহার করে ভোটে ফায়দা পেতে চাইছেন। যদিও তিনি আশা প্রকাশ করেন, সব বুথেই আধাসেনা থাকবে।


তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্যসভাপতি। ভোটের আবহেই তিনি বলেন, 'ক্ষমতায় আসার পর থেকেই মানুষকে ধোঁকা দিচ্ছে তৃণমূল। মানুষের তাই ওদের ওপর আস্থা নেই। অন্যদিকে সাংগঠনিক জোর, আদর্শ ও স্বচ্ছ নেতৃত্বের ফলে বিজেপির ওপর ভরসা করছে মানুষ। ভোট কমা তো দূর, বাংলায় লাগাতার ভোট বেড়েছে বিজেপির।'

তবে শুধু ভোট নয়, রাজ্যপাল-রাজ্য সংঘাত নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজ‍্যপালকে বারবার যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে তৃণমূলের ছোট মনেরই পরিচয় পাওয়া যাচ্ছে। অথচ এতকিছুর পরও রাজ‍্যপাল বড় মন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় গিয়েছিলেন।'

Find Out More:

Related Articles: