ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই রাজ্যসভায় সিএবি বিল পেশ করে আশ্বাস অমিতের

Akash Paramanik

সোমবার লোকসভায়  অনায়াসে পাশ হয়েছে সিএবি। আজ বুধবার এই বিল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হয়েছে ।
এ দিন রাজ্যসভায় আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের প্রসঙ্গ টেনে অমিত শাহ দাবি করেন, ‘‘লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সব শরণার্থীদের অধিকার দেওয়া হবে।’’ তবে এ দেশে বসবাসকারী মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আশ্বাস দেন দেশের সংখ্যালঘুরা নিরাপদেই থাকবে । তাদের সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত হবে না। তিনি আরও বলেন ভারতে বসাবসকারী মুসলিমদের কোনো ভয় নেই । তাদের কোনো আশংকা নেই । তারা এদেশের নাগরিক ।

আবার শেষ হাসি হাসলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । সমগ্র দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি চলার পরও লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি। এ বার রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে।
মূল এই ভোটাভুটির আগে বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়। মোট ১৪টি সংশোধনীর জন্য প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন দলের সাংসদরা। কিন্তু ভোটাভুটিতে সবকটিই খারিজ হয়ে গিয়েছে।নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় জোর বিতর্ক হয়। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর আজ বুধবারই রাজ্যসভায় পেশ হয় এই বিল। তা নিয়ে তুমুল বিতর্ক হয় শাসক ও বিরোধী পক্ষের সাংসদের মধ্যে।রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটাভুটিতে বিল পাশ হয়ে যায়। পক্ষে ভোট পড়েছে ১২৫টি ও বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। স্বাভাবিকভাবেই ৩৭০-এর পর আরও একটি সাফল্য অমিত শাহের।
এই বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চান, জৈন সহ সংখ্যালঘুরা প্রয়োজনে ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন। গত সোমবারই লোকসভায় পাশ হয়েছে এই বিল।
লোকসভাতেই বিরোধীদের দাবির বিরুদ্ধে মত প্রকাশ করে অমিত শাহ জানিয়ে ছিলেন, ভারতীয় মুসলিমদের উপর কোনও প্রভাব পড়বে না। অমিত শাহ এদিন বলেন , ভারতীয় মুসলিমরা সম্মানের সঙ্গে বাস করবে । তাদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হবে বলে রাজ্যসভায় জানান অমিত শাহ ।
এদিন, পরিসংখ্যান দিয়ে অমিত শাহ উল্লেখ করেছেন যে, মোদী সরকারের আমলে ৫৬৬ জন মুসলিম শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
লোকসভায় এই বিলের সমর্থনে ভোট পড়ে ৩১১ টি ও বিপক্ষে ৮০টি। সেখানে কংগ্রেস, তৃণমূল সব সব বিরোধী দলের তরফেই এই বিলের বিরোধিতা করা হয়। পরে সব প্রশ্নের জবাব দেন অমিত শাহ। রাজ্যসভাতেও দিনের শেষে সব বিরোধীদের জবাব দিয়েছেন তিনি।রাজ্যসভায় এই বিল পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে ।

Find Out More:

Related Articles: