NRC নিয়ে অমিত শাহর ট্যুইট, মুছে ফেলল বিজেপি!

ARPAN GHOSH

এনআরসি আর সিএএ-প্রতিবাদে যখন দেশ জ্বলছে, ঠিক তখনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ট্যুইট ডিলিট করে দিল বিজেপি। কেন সরিয়ে দেওয়া হলো সেই বিস্তর জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে বিজেপি’র তরফেও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। 

 

অমিত শাহের সেই টুইটটি মাস আটেক আগের। লোকসভা নির্বাচনের প্রচার অভিযান তখন তুঙ্গে। গত ১১ এপ্রিল দার্জিলিঙে সভা করতে এসেছিলেন অমিত শাহ। সেখানে দেশ জুড়ে এনআরসি করার কথা সজোরে ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, বৌদ্ধ, হিন্দু এবং শিখ শরণার্থী ছাড়া সমস্ত অনুপ্রবেশকারীকে দেশ থেকে বিদায় করা হবে। এর পর বিজেপির টুইটার হ্যান্ডলে অমিত শাহের সেই মন্তব্য ফলাও করে পোস্ট করা হয়। “আমরা সারা দেশে এনআরসি রূপায়ণ করবই। হিন্দু, বৌদ্ধ এবং শিখ ছাড়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে আমরা তাড়াব”— অমিতের এই উক্তির পাশে #নমোফরনিউইন্ডিয়া লিখে অনলাইন প্রচার চালিয়েছিল বিজেপি।

 

সম্প্রতি বিজেপির টুইটার হ্যান্ডল থেকে অমিতের ওই টুইটটি উধাও হয়ে গিয়েছে। বিষয়টি চোখে পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, লাগাতার বিক্ষোভের জেরে বেকায়দায় পড়েই কি টুইট মুছে দিল বিজেপি?

 

 

 

 

 

এনআরসি আর সিএএ-প্রতিবাদে যখন দেশ জ্বলছে, ঠিক তখনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ট্যুইট ডিলিট করে দিল বিজেপি। কেন সরিয়ে দেওয়া হলো সেই বিস্তর জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে বিজেপি’র তরফেও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। 

অমিত শাহের সেই টুইটটি মাস আটেক আগের।

Find Out More:

Related Articles: