লোকসভায় নরেন্দ্র মোদীর মুখে আল্লাহর নাম
বুধবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন রামমন্দির নির্মাণের ট্রাস্ট নিয়ে৷ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁর মন্ত্রিসভা গঠন করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র৷ ওই ট্রাস্টই মন্দির নির্মাণের পরবর্তী পদক্ষেপ করবে৷
ঠিক তার পরদিনই লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল আল্লাহ নাম৷ এদিন লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দেন মোদী৷ সেই সময়ই তিনি আল্লাহর নাম উচ্চারণ করেন৷
আরও পড়ুন: রামমন্দির নিয়ে কোনও ঘোষণা করা পরম সৌভাগ্যের, লোকসভায় বললেন মোদী
প্রথামাফিক প্রতিবছর বাজেট অধিবেশনের শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ রাষ্ট্রপতির ভাষণের পর হয় বাজেট পেশ৷ তার পর চলে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা৷ সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেন৷
সব শেষে এ নিয়ে বলেন প্রধানমন্ত্রী৷ এদিন সেই বক্তৃতাই দিচ্ছিলেন নরেন্দ্র মোদী৷ প্রায় একঘণ্টা ৪০ মিনিট ধরে তিনি সংসদে বক্তৃতা করেন৷ প্রতিটি মুহূর্তে নানাভাবে বিরোধীদের কটাক্ষ করতে দেখা যায় তাঁকে৷
দেখুন ভিডিও
বিরোধীদের খোঁচা দিতে গিয়ে একটি গল্পও শোনান প্রধানমন্ত্রী৷ সেই গল্প বলতে বলতেই মোদীর মুখে শোনা যায় আল্লাহর নাম৷
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ বহরমপুরের সাংসদ অধীর এই আলোচনায় অংশ নিয়ে সরকারকে আক্রমণ শানান বুধবার৷ সেই সময় তিনি টেনে এনেছিলেন স্বামী বিবেকানন্দর প্রসঙ্গ৷
আরও পড়ুন: সংসদে রামমন্দির নির্মাণ নিয়ে বড় ঘোষণা মোদীর
এদিন সেকথাই প্রথমে উল্লেখ করেন নরেন্দ্র মোদী৷ অধীরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘গতকাল স্বামীজির কাঁধে বন্দুক রেখে গুলি চালানো হয়েছে৷ পরে সেসব কথা লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে৷ তাই সেই প্রসঙ্গে ঢুকতে চাই না৷ কিন্তু একটা গল্প বলতে চাই৷’’
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘‘একবার ট্রেনে কয়েকজন সফর করছিলেন৷ ট্রেন চলতে শুরু করতেই শব্দ হতে শুরু করে৷ তখন এক সাধু বলেন, ট্রেন বলছে প্রভু পার করে দাও৷ অন্য এক সাধু বলেন, আসলে ট্রেন বলছে প্রভু তোমার লীলা অসাধারণ৷ এই শুনে ট্রেনে উপস্থিত এক মৌলবী বলেন তিনি শুনছেন যে ট্রেন বলছে ইয়ে আল্লাহ তেরি রহেমত হ্যায়৷’’
আরও পড়ুন: মোদীকে তাড়াতে বিদেশি বিনিয়োগ! বলে কি
গত ছ’বছরে বিভিন্ন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে কথা বলেছেন৷ বিভিন্ন নাম তাঁর বক্তৃতায় উঠে এসেছে৷ এমনকী, রামের নামও বলেছেন৷ কিন্তু সম্ভবত এই প্রথম তাঁর মুখে আল্লাহর নাম শোনা গেল৷