দিল্লির গুরুগ্রামে জারি হাই অ্যালার্ট

frame দিল্লির গুরুগ্রামে জারি হাই অ্যালার্ট

Biswas Riya

দিল্লিতে সংঘর্ষের সাথে সাথে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  মৌজপুর বাবরপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকা এখনো স্বাভাবিক নয়। এখনো পর্যন্ত সংঘর্ষে মৃতের সংখ্যা ৪২। নমাজের আগে শুক্রবার জারি হয়েছে হাই অ্যালার্ট। এখনো পর্যন্ত দিল্লি পুলিশের কাছে ৪৮ টি এফআইআর দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে।

 

যদিও এদিন দোকানবাজার কিছু ক্ষণ খোলা রাখার জন্য কোথাও কোথাও কার্ফু শিথিল করা হচ্ছে কয়েক ঘণ্টার জন্য। তার পর ফের জারি হচ্ছে কার্ফু। গত রবিবারের ঘটনার পরেই অ্যালার্ট জারি হয়েছিল গুরুগ্রামে। এ দিন নমাজের প্রাক্কালে সেই অ্যালার্ট আরও কঠোর করা হল, নিরাপত্তার কথা ভেবে।

 

 

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে হিংসার ঘটনায় কারা কারা জড়িত, কারা অর্থ জোগাচ্ছে, তা খুঁজে বের করার জন্য দিল্লি হাইকোর্ট এ দিন কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিস দিয়েছে। দিল্লির হিংসার ঘটনার তদন্ত শুরু ও তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সব তথ্য প্রয়োজন। আগামী ৩০ এপ্রিল, পরবর্তী শুনানির দিন কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে এ ব্যাপারে জানাতে বলেছে হাইকোর্ট।

 

 

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার ঘোষণা করেছে নতুন দিল্লি পুলিশ কমিশনারের নাম। পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক আগামীকাল অবসর নেওয়ায় তাঁর জায়গায় আসছেন কমিশনার এস এন শ্রীবাস্তব।

 

 

Find Out More:

Related Articles:

Unable to Load More