মিনিমাম ব্যালেন্স না থাকলে চার্জ নয়: নির্মলা সীতারমন
করোনা আতঙ্ক গ্রাস করে চলেছে প্রতিনিয়ত। করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর ঘোষণা, আগামী ৩ মাস যে কোনও ব্যাঙ্কের এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করলে লাগবে না কোনও চার্জ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম জমা (Balance) না থাকলে কোনও চার্জ দিতে হবে না।
View this post on InstagramAdministered the 'Swachhata Pledge' to the officials of Ministry of Finance at North Block, earlier today. Let us commit ourselves to eliminating 'Single Use Plastics' from our lives and society. A post shared by Nirmala Sitharaman (@nsitharaman) on