করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

A G Bengali

দেশ জুড়ে করোনা মোকাবিলায় লকডাউন ৩ মে পর্যন্ত। মঙ্গলবার সকালে জাতীর উদ্দেশে ভাষণে একথা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার প্রভাব মুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তবে হটস্পটগুলিতে কঠোরভাবে নিয়ম কার্যকর হচে পারে। এ বিষয়ে বুধবার নির্দেশিকা জারি হতে পারে। প্রধানমন্ত্রী এ দিন বলেন, সারা দেশ থেকে একটাই পরামর্শ আসছে, করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন বাড়ানো হোক। সেই কারণেই আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। ৩ মে পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন। লকডাউনের নিয়ম কঠোর ভাবে মেনে চলুন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
शुभं करोति कल्याणमारोग्यं धनसंपदा । शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते ॥

A post shared by Narendra Modi (@narendramodi) on

Find Out More:

Related Articles: